‘মার্চ ফর ওয়ার ক্রিমিনালস!’ | পাঠক ভাবনা | DW | 25.12.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘মার্চ ফর ওয়ার ক্রিমিনালস!’

আগামী রবিবার দেশের সব সক্ষম মানুষকে ঢাকা অভিমুখে যাত্রার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া৷ ডয়চে ভেলে বাংলার ফেসবুক পাতায় এই কর্মসূচির পক্ষে-বিপক্ষে মতামত জানিয়েছেন পাঠকরা৷

Proteste gegen Wahl in Bangladesh

ফাইল ফটো

এ সংক্রান্ত প্রতিবেদনটি ডয়চে ভেলের ফেসবুক পাতায় শেয়ারের সময় পাঠকদের কাছে জানতে চাওয়া হয়েছিল তাঁরা এই কর্মসূচি সমর্থন করেন কিনা? উত্তরে শুভদ্বীপ বিশ্বাস বিথু লিখেছেন, ‘‘উনিও যদি এই যাত্রায় সবার সঙ্গে অংশ নেন তবে উনার আহ্বানকে সমর্থন করি৷ উনিতো আর রাজপথে নামবেন না৷ তাই উনার কিছু হবে না৷ মরবে হুজুগে জনতা৷''

বিথু শর্তযুক্ত সমর্থনের কথা জানালেও সিরাজুল ইসলাম সরাসরি সমর্থনের কথা জানিয়েছেন৷ ‘‘অবশ্যই সমর্থন করি৷ গণতন্ত্র পুনরুদ্ধার হতে হবে,'' মন্তব্য তাঁর৷

মুহাম্মদ সাজ্জাদ হোসেইন লিখেছেন, ‘‘দেশনেত্রী জাতীয় পতাকা নিয়ে যেতে বলেছেন উনার মতো লগি বৈঠা নিয়ে না৷ অবশ্যই সমর্থন করি৷''

এদিকে, এটিএম আব্দুল্লাহ খালেদা জিয়ার কর্মসূচির প্রতি তাঁর সমর্থনের কথা জানালেও মনে করছেন, ‘‘তিনি (খালেদা জিয়া) যদি বিদেশিদের সমর্থন না পান তাহলে তিনি জিততে পারবেন না৷''

বিরোধী নেত্রীর এই কর্মসূচি সমর্থন না করার কথাও জানিয়েছেন অনেকে৷ যেমন জাহাঙ্গীর আলম বাবলু লিখেছেন, ‘‘না৷ সে ক্ষমতায় গিয়ে তাঁর এবং তাঁর মন্ত্রী পরিষদ আঙুল ফুলে কলা গাছ হবে৷ আম পাবলিক কষ্ট করবে এবং মরবে৷ তাদের পরিবার দূর্বিসহ জীবনযাপন করবে৷''

প্রদীপ রায় বলছেন, ‘‘অবশ্যই না.... গণতন্ত্র শব্দটি বাংলাদেশের তথাকথিত রাজনীতিবিদদের উচ্চারণ করা সমীচিন নয়.... এসব রাজনীতিবিদরা সর্বদাই গণতন্ত্র শব্দটির অপব্যবহার করিতেছে.......৷''

গোলাম কিবরিয়ার মন্তব্য, ‘‘সহিংসতা বৃদ্ধি পাবার মতো কোনো কর্মসূচিই সমর্থন করি না৷'' জাফর শিকদারের প্রশ্ন, ‘‘ভাই ক্যামনে করি৷ রাস্তাঘাট বন্ধ করে দাওয়াত দিলে কাজ হবে?''

মোকাররম রানা খালেদার কর্মসূচির নাম দিয়েছেন ‘মার্চ ফর ওয়ার ক্রিমিনালস!' শ্যামল দাস লিখেছেন, ‘‘জঙ্গিবাদকে মাথায় রেখে গণতন্ত্রের অভিযাত্রা সর্ষের মধ্যে ভুত রেখে ভুত তাড়ানো নয় কি?''

বিজন কৃষ্ণ বৈরাগির মন্তব্য, ‘‘এবার দেখা যাবে কত মানুষ আসে আর কত মানুষ আন্দোলন করছে???'' এনকে সেন মনে করেন, ‘‘এটাও আইএসআই-এর প্রেসক্রিপশন৷''

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

নির্বাচিত প্রতিবেদন