মোবাইলের মাধ্যমে | পাঠক ভাবনা | DW | 19.08.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

মোবাইলের মাধ্যমে

নিয়মিত না হলেও ডয়চে ভেলের বাংলা ওয়েবসাইট মাঝে মাঝে আমার দেখার সুযোগ হয়৷ সত্যি বলতে কি এই ওয়েবসাইট দেখে মনে হয়, যা নেই রেডিওতে -

তা আছে ওয়েবসাইটে৷ এফএম ব্যান্ডে মোবাইলের মাধ্যমে ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠান শুনে আনন্দ পাই, অনেক প্রয়োজনীয় তথ্য পাই - যা আমার অনেক কাজে আসে৷ ওয়েবসাইটের মতামত পাতায় আমার মতামত দেখতে চাই৷ মনোরঞ্জন বিশ্বাস প্রযত্নে বিধান চন্দ্র টিকাদার, গুলশান ১, ঢাকা, বাংলাদেশ৷

বাউল শিল্পী আবদুর রহমান বয়াতী গুরুতর অসুস্হ জানতে পারলাম ডয়চে ভেলের মাধ্যমে৷ তাঁর সুস্হতা কামনা করছি এবং আশা করছি দানশীলরা তাঁর সাহায্যে এগিয়ে আসবেন৷ শম্পা রানী বালা, কানন রানী টিকাদার, বীনা পানি বাগচী, ভয়েস অফ জার্মানি লিসনার্স ক্লাব, জলিরপাড়, গোপালগঞ্জ৷

সকালের অধিবেশনে বাংলাদেশের একগুচ্ছ তাজা খবর, রাশিয়ায় অনুষ্ঠিত ত্রিদেশীয় শীর্ষ সম্মেলনের ওপর রিপোর্ট, ইরাকে কৃষি জমি নষ্ট হয়ে যাচ্ছে এ সম্পর্কে রিপোর্ট এবং ফিচার পর্ব সুরের ভুবনে ম্যাডোনার ৫২তম জন্মদিন উপলক্ষে কিছু কথা ও গান শুনে আমরা দারুণ মুগ্ধ হয়েছি৷ মোখলেসুর রহমান, কুষ্টিয়া. বাংলাদেশ৷

আমি রংপুর জেলার পীরগাছার ছেলে, আপনাদের নতুন বন্ধু শামীম রেজা৷ আশা করি আমাকে বন্ধু মেনে নিবেন৷ আমি ডয়চে ভেলেকে খুব ভালোবাসি৷

আপনাদের অনুষ্ঠান নিয়মিত শুনছি, খুব ভালো লাগছে৷ জার্মানি থেকে এতো সুন্দর বাংলা অনুষ্ঠান ব্যাতিক্রমধর্মী উদ্দোগ৷ সবুজ, গুলশান, ঢাকা, বাংলাদেশ৷

ডয়চে ভেলে শুধু খবর প্রচার করেনা ছড়িয়ে দিচ্ছে আনন্দও, কিন্তু আমি চাই ডয়চে ভেলে থেকে ক্রিকেটের খবর প্রচার করা হোক৷ নুরুল আমিন, রংপুর, বাংলাদেশ৷