‘শুভ বাংলা নববর্ষ ১৪১৮’ | পাঠক ভাবনা | DW | 14.04.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘শুভ বাংলা নববর্ষ ১৪১৮’

শুভ নববর্ষ!!! পুরাতন বছরের সমস্ত গ্লানি দুঃখ-বেদনা, জ্বালা-যন্ত্রণা ভুলে গিয়ে নতুন বছর – ১৪১৮ সাল কে সুস্বাগতম!!!

Bengali New Year or Pohela Boishakh is the first day of the Bengali calendar, celebrated in both Bangladesh and West Bengal, and in Bengali communities in Assam and Tripura. Pohela Boishakh connects all ethnic Bengalis irrespective of religious and regional differences.

নতুন সূর্য, নতুন প্রাণ, নতুন সুর, নতুন গান, নতুন ঊষা, নতুন আলো, নতুন বছর কাটুক ভালো, আসুক হর্ষ, শুভ হোক নববর্ষ!!! আপনাদের সব্বাইকে বাংলা নববর্ষের স্নিগ্ধ শুভেচ্ছা জানিয়ে – মোখলেসুর রহমান, মহাপরিচালক, বাংলাদেশ ডিএক্স ক্লাব ইন্টারন্যাশনাল, খাদিমপুর বাজার, কুষ্টিয়া৷

প্রীতিভাজনেষু ,আজ ১লা বৈশাখ৷ বাঙালির ঐতিহ্যে লালিত বাংলা নববর্ষ৷ নতুন বছরে আপনাদের সবার জীবন সুখময় হোক – এ প্রত্যাশায়৷ ‘শুভ ১৪১৮ বাংলা নববর্ষ' আপনাদের বন্ধু , এসএম আবদুল্লাহ রানা, প্রেসিডেন্ট, ডয়েচে ভেলে ফ্যান ক্লাব, সুজানগর, পাবনা৷

ডয়চে ভেলের বাংলা বিভাগের সবাইকে জানাই বাংলা নববর্ষের উষ্ণ শুভেচ্ছা৷ ১৪১৮ আপনাদের সবার জন্য বয়ে আনুক সুখ শান্তি আর আনন্দ৷ আপনাদের ওয়েবসাইটে আমার চিঠি দেখতে পেয়ে ভীষণ ভালো লেগেছে, ধন্যবাদ৷ তুষার রায় রনি, ডয়চে ভেলে শ্রোতাসংঘ, কচুয়া, বাগেরহাট, বাংলাদেশ৷

বাংলা নববর্ষ ১৪১৮ ডয়চে ভেলে পরিবারের সবার জন্য বয়ে আনুক অনাবিল সুখ ও সমৃদ্ধি৷ আশা-ভালোবাসায় পরিপূর্ণ হয়ে থাক সবার প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত – শুভ নববর্ষ৷ ওবায়দুল্লাহ পিন্টু, রেইনবো লিসনার্স ক্লাব, কুষ্টিয়া৷

ডয়চে ভেলের বাংলা বিভাগের সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা৷ নাজমুল শাহ, গাইবান্ধা৷

নতুন দিনের নতুন আবাহনে তোমায় আমার শুধুই মনে পরে৷ শুভ নববর্ষ ১৪১৮৷ আফজাল আলী খান, ফরিদপুর৷

ডয়চে ভেলের সবাইকে শ্রদ্ধার সাথে জানাই ১৪১৮ বাংলা নববর্ষের শুভেচ্ছা৷ একেএম ফয়জুল ইসলাম, চতুর্থ বর্ষ, ফার্মেসী বিভাগ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ৷

‘শুভ বাংলা নববর্ষ ১৪১৮' সৌমিত্র রায়, প্রিন্সিপাল, আই সোসাইটি-তথ্য সমাজ, সিংহপুর, পশ্চিম মেদিনীপুর৷

স্বাগত বাংলা নববর্ষ ১৪১৮! নববর্ষের এই শুভক্ষণে ডয়চে ভেলের বাংলা বিভাগের বন্ধুদের জন্য রইলো আমার অনেক অনেক শুভেচ্ছা আর শুভ কামনা৷ নববর্ষ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি আর সমৃদ্ধি৷ প্রফেসর আশরাফুল ইসলাম, গ্লোবাল রেডিও লিসনার্স ক্লাব, শেখমহল, থানাপাড়া, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা৷

সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা৷ এটিএম আতাউর রহমান, বনানী, ঢাকা৷

ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠান আমার খুব প্রিয় তাই ডয়চে ভেলেকে ভুলে থাকতে পারিনা৷ বাংলা বিভাগের সবাইকে নববর্ষের শুভেচ্ছা৷ সবাই ভালো থাকুন সুখে থাকুন আর নববর্ষের আনন্দে মেতে থাকুন৷ হামিদ, পুর কৌশল বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা৷

‘শুভ বাংলা নববর্ষ ১৪১৮' মো: মাহবুব আলম, গোপালপুর, রাজারহাট, যশোর৷

‘শুভ নববর্ষ' পুরনো সব দুঃখ ভুলে মনেতে জাগাও প্রেমের স্পর্শ৷ নতুনকে স্বাগত জানাও, কারণ এসেছে শুভ নববর্ষ ১ ৪১৮৷ শেখ আবদুল রশীদ, জিওখালি, পূর্ব মেদিনীপুর৷

‘শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, ভালবাসা ও শুভেচ্ছা জানাই আপনাদের প্রত্যেককে' দীপক কুমার মিত্র, রঙ্গিত জল বিদ্যুত কেন্দ্র, রঙ্গিত নগর, সিকিম৷

লেগেছে বাঙালির ঘরে ঘরে একি মাতন দোলা, লেগেছে সুরেরই তালে তালে হৃদয় মাতন দোলা... নতুন আলোয় রাঙিয়ে যাক নতুন বৈশাখ... শুভ নববর্ষ ১৪১৮! শুভ কামনায়, পৃথ্বীরাজ পুরকায়স্থ ও সমস্ত পুরকায়স্থ পরিবার, পূব বঙ্গালপুখুরি. জোড়হাট, আসাম৷

নতুন বছর, নতুন দিন, নতুন জীবন – শুভ কামনায়, সাইফুল ইসলাম সাকিব৷

প্রিয় ডয়চে ভেলে, আপনাদের সবার জন্য রইলো বাংলা নববর্ষের শুভেচ্ছা৷ নতুন বছর আপনাদের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি আর সমৃদ্ধি৷ কামনা করছি সুস্বাস্থ্য, সাফল্য দীর্ঘায়ু৷ দেওয়ান রফিকুল ইসলাম রানা, পাটালীর মোর, নওগাঁ৷

নববর্ষের আরো শুভেচ্ছা জানিয়েছেন, ঝিনাইদহ থেকে সাজ্জাদ হোসেন রিজু৷

জলিরপার থেকে কানন রানী টিকাদার৷

কুমিল্লা থেকে মাহফুজুর রহমান৷

গোপালগঞ্জ থেকে বিএম ফয়সাল আহমেদ৷

ঢাকা থেকে মমিনুল ইসলাম৷

জিয়াগঞ্জ মুর্শিদাবাদ থেকে ডা: সিদ্ধার্থ ও চৈতালী সরকার৷

দক্ষিণ দিনাজপুর থেকে রতন কুমার পাল৷

টেলিফোনে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন, রায়পুর, অর্জনপাড়া, রাজশাহী থেকে আবু সাঈদ৷

ঝিনাইদহ থেকে পুরনো বন্ধু জামান সিদ্দিকী

ও পাবনা থেকে মন্জুর রহমান৷

নতুন সূর্য, নতুন প্রাণ, নতুন সুর নতুন গান, নতুন আলোয় কাটুক আধাঁর, পার হয়ে যাও অকূল পাথার৷ কাটুক বিষাদ আসুক হর্ষ, শুভ হোক নববর্ষ৷ শুভেচ্ছাসহ মোঃ ইসমাইল হোসেন, অ্যাডমিনিসস্ট্রেটিভ অফিসার, রাজশাহী এডুকেশন বোর্ড, রাজশাহী৷

‘শুভ নববর্ষ' মুকুল সরদা, তিলডাঙ্গা, দাকোপ, খুলনা৷

‘শুভ বাংলা নববর্ষ ১৪১৮' প্রফেসর মোস্তাফিজুর রহমান, রংপুর গ্লোবাল ডি-এক্সিং ক্লাব, পূর্ব গোয়ালু, বুড়িরহাট ফার্ম, রংপুর৷

‘শুভ নববর্ষ ১৪১৮' নতুন দিন, নতুন মাস, নতুন বছর, নতুন জীবন, নতুন আশা – বয়ে আনুক অনাবিল শান্তি৷ ডা. এসএমএ হান্নান, পাশওয়াইল রেডিও ক্লাব, পাবনা৷

‘শুভ নববর্ষ' আজিজুল, রংপুর৷

ডয়চে ভেলের বর্তমান অনুষ্ঠানগুলো খুবই সুন্দর হচ্ছে৷ বিশেষ করে ফিচার পর্বগুলির তথ্যসম্ভার আমাদের জ্ঞান রূপ সমুদ্রে বিচরণের সুযোগ করে দিচ্ছে৷ আর বিশ্বসংবাদ তো তরতাজা সংবাদের অফুরন্ত সম্ভার৷ আর আপনাদের সচিত্র ওয়েবসাইট এক কথায় অসাধারণ কেননা এটি অনুষ্ঠানের অপূর্ণতাকে পূর্ণতা দিচ্ছে৷ কিন্তু কয়েকদিন থেকে অনুষ্ঠানের শেষাংশে আর সংবাদ শিরোনাম শুনতে পাচ্ছি না৷ কাজল রঞ্জন ঘোষ, খুলনা৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন