‘সরকারের একগুঁয়ে মনোভাব তাই প্রমাণ করে' | পাঠক ভাবনা | DW | 02.10.2015
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘সরকারের একগুঁয়ে মনোভাব তাই প্রমাণ করে'

‘‘সরকারের একটি মহল যুক্ত না থাকলে এভাবে প্রশ্ন ফাঁস হতে পারে না'' – মন্তব্য টান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের৷ ডয়চে ভেলের ফেসবুক পাতায় বেশিরভাগ বন্ধুই তাঁর সাথে একমত৷

আমাদের ফেসবুক বন্ধু বরুণ দেবনাথ লিখেছেন, ‘‘প্রশ্ন ফাঁস করায় যে সরকারের একটি মহল যুক্ত, এটা বলার প্রয়োজন রাখে না এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ না থাকায় এদের বিচার মাঝ পথেই থেমে যায়, যা পরবর্তিতে আবারো প্রশ্ন ফাঁস করতে সাহায্য করে৷''

‘‘প্রত্যেক দলেই একটা কুচক্রিমহল থাকে, তেমনি সরকারের একটা কুচক্রিমহল এতে জড়িত এবং এতে সন্দেহ থাকার কথা নয়৷'' এই মন্তব্য মো. সালাউদ্দিনের৷

সাহাবউদ্দিন আহমেদ আলাল ফেসবুকে আমাদের জানিয়েছেন, ‘‘এটাই বর্তমান সরকারের স্বপ্ন, যাতে এই রাজ্যে যার যা ইচ্ছা তাই করতে পারে৷''

প্রশ্ন ফাঁসের ব্যাপারের সরকারের হাত রয়েছে আর এ ব্যাপারে ডয়চে ভেলের ফেসবুক বন্ধু সুজন দাস এতটাই নিশ্চিত যে, তাঁর পাল্টা প্রশ্ন – ‘‘এটা জিজ্ঞাসা করার কি আছে ?''

জাকির হোসেন বলছেন, ‘‘সরকারে একগুঁয়ে মনোভাব তাই প্রমাণ করে৷''

বন্ধু ইব্রাহিমের মতে, বিষয়টি শতকরা ১০০ ভাগই সরকারের হাত রয়েছে৷

স্বাভাবিকভাবেই প্রশ্ন এসে যায়, বাংলাদেশ কি মেধাহীন সমাজের দিকে এগুচ্ছে? পাঠক আমিনের উত্তর – ‘‘মেধাহীনের দেখছেন কী? আরও কত দেখবেন মেধা শূন্য!!!''

নজরুল ইসলাম, রতন কুমার রায়, মনির হোসেন, হারুন রশীদ, মুস্তফা কামাল, সজিব খান, শরীফুল ইসলাম সানি, ফারজানা ইতি, সুমন, মফিজ উদ্দিন, গোলাম সারোয়ার, মো. মমতাজ আলী, সামসুল হক, আমিনুল হকসহ অনেকেই টিআইবি-র নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের সাথে একমত যে, ‘‘প্রশ্ন ফাঁসের ব্যাপারে সরকারের একটি মহল যুক্ত৷''

অন্যদিকে আক্তার হোসেন পাটওয়ারী সুচিন্তিত মত, ‘‘একাত্তুরে বুদ্ধিজীবী নিধন করা হয়েছে৷ আর এখন সর্বক্ষেত্রে বুদ্ধিহীনরা প্রতিষ্ঠিত হচ্ছে৷ প্রকল্প একটিই, কেবল বাস্তবায়নে আধুনিকতার ছোয়া লেগেছে মাত্র৷''

ইমরান খান ডিডাব্লিউ-র কাছে এই বিষয়টি নিয়ে বেশি বেশি লেখালেখির জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন৷ বলেছেন, ‘‘প্লিজ, এই বিষয়টাতে একটু শক্তভাবে লেখালেখি করেন, কারণ এইটা এই বাঙালি জাতির ধ্বংসের কারণ হয়ে দাঁড়াতে পারে৷''

‘‘এটা ঠিক, তবে এর সংগে কিছু শিক্ষিত চোর জড়িত৷'' – এই মন্তব্য বন্ধু রানা মাসুদের৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন