1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুপ্রিম কোর্টের রায়ে মিশ্র প্রতিক্রিয়া

১১ মে ২০১১

সুপ্রিম কোর্ট বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অবৈধ এবং অসাংবিধানিক বলে যে রায় দিয়েছে, তা বিবেচনায় নেবে বিশেষ সংসদীয় কমিটি৷ মামলার এমিকাস কিউরিরা বলেছেন, এ রায়ের ফলে বিচারপতিরা রাজনৈতিক বিতর্ক থেকে রক্ষা পেলেন৷

https://p.dw.com/p/11DLk
supreme court.jpg These photos are taken by me & i permit to use Maskwaith Ahsan and his associates. With Regards Harun Ur Rashid Swapan
ফাইল ছবিছবি: Harun Ur Rashid Swapan

সংসদীয় কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেন, সুপ্রিমকোর্টের রায়টি একটি সাহসী পদক্ষেপ৷ সংসদীয় কমিটি পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর আদালতের নির্দেশনা বিবেচনায় নেবে৷

কিন্তু মামলায় আদালতে মতামতদানকারী এমিকাস কিউরি ব্যরিস্টার রোকনউদ্দিন মাহমুদ বলেছেন, সুপ্রিমকোর্টের এই নির্দেশ সংসদের জন্য বাধ্যতামূলক নয়৷ তবে সংসদ চাইলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংশোধন করতে পারে৷

আরেকজন এমিকাস কিউরি ড. এম জহির বলেন, সুপ্রিকোর্ট সুবিবেচনা প্রসূত রায় দিয়েছেন৷ এই রায়ের মধ্যদিয়ে আদালত একদিকে যেমন সংবিধান সমুন্নত রেখেছেন, তেমনি দেশকে বিশৃঙ্খলার হাত থেকে রক্ষা করেছেন৷

আর এমিকাস কিউরি ব্যারিস্টার রফিকুল হক বলেন, রায়ে কিছু স্ববিরোধিতা থাকলেও বিচারপতিদের তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে না জড়ানোর যে নির্দেশনা আদালত দিয়েছেন, তা প্রশংসার দাবি রাখে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য