1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্বপ্ন ধরে রাখতে হলে জয় চাই টাইগারদের

১৪ মার্চ ২০১১

আর কিছুক্ষণ পরই বিশ্বকাপে বি গ্রুপের খেলায় চট্টগ্রামে নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ৷ কোয়ার্টার ফাইনালের যাওয়ার জন্য তাদের কাছে এই ম্যাচটি ‘মাস্ট উইন’ এর মতই৷

https://p.dw.com/p/10YZw
বাংলাদেশ - ইংল্যান্ড ম্যাচের একটি মুহুর্তছবি: picture alliance/empics

বি গ্রুপের হিসেব নিকেশে এখনও কোন দলই কোয়ার্টার ফাইনাল চুড়ান্ত করতে পারেনি৷ তাই বাংলাদেশের জন্য এখনও পরের রাউন্ডের দরজা খোলা রয়েছে৷ তবে শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারানোটা খুবই কঠিন হবে৷ তাই তার আগে নেদারল্যান্ডসের বিপক্ষে আজ জয়টা তাদের ভীষণ প্রয়োজন৷ যদিও এর আগে গত বছর ইংল্যান্ডের গ্লাসগোতে এই ডাচদের কাছেই হেরে বসেছিল টাইগাররা৷ ৩০ ওভারে ১৯৯ রান করেও ডাচ দলের ব্যাটসম্যানদের ঠেকাতে পারেনি তারা৷ তবে এবার নিজেদের দর্শক, পরিচিত পরিবেশের পাশাপাশি স্পিন সহায়ক পিচ৷ তাই পাল্লাটা ঝুঁকে আছে সাকিব বাহিনীর দিকেই এবং সেটা স্বীকারও করেছেন নেদাল্যান্ডসের অধিনায়ক পিটার বোরেন৷

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেই বেশ নাড়া দিয়েছিল ডাচ দল৷ কিন্তু এখন পর্যন্ত কোন জয় পায়নি তারা৷ আগামী দুটি ম্যাচে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে তারা৷ তাই কমপক্ষে একটি জয় তুলে নিতে মরীয়া কমলা জার্সিরা৷

Cricket Begeisterung in Bangladesch Flash-Galerie
দর্শকদের প্রত্যাশা এখন আকাশচুম্বিছবি: bdnews24.com

এবার বাংলাদেশ দলের কথায় আসি৷ ইংলিশদের বিপক্ষে দুর্দান্ত জয়ের ফলে গোটা দলের মানসিকতা এখন দারুণ চাঙ্গা৷ তবে এর মধ্যেও দলে কিছুটা পরিবর্তনের খবর পাওয়া গেছে৷ জানা গেছে, বাঁ হাতি ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস এবং বাঁ হাতি বোলার সোহরাওয়ার্দী শুভ আজ খেলবেন৷ তাহলে গোটা দলে বাঁ হাতির সংখ্যা দাড়াচ্ছে সাতে৷ অথচ একটা সময় ছিল যখন বাংলাদেশ দলে একজন বাঁ হাতি ব্যাটসম্যানের জন্য হা- হুতাশ করতো মানুষ৷ আর এখন, ব্যাটিং অর্ডারের শুরু থেকে মিডল অর্ডার পর্যন্ত প্রায় পুরোটাই বাঁ হাতিদের দখলে৷ বাংলাদেশ দলে এখন বাকি কেবল একজন বাঁ হাতি ভালো পেসারের৷

চার ম্যাচ শেষে দুই ম্যাচে জয় নিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ চার পয়েন্ট৷ কোচ জিমি সিডন্স এখনও আশার আলো দেখছেন৷ খেলোয়াড়রাও আগের চেয়ে ভালো খেলছে বলে মনে করছেন সিডন্স৷ ইংল্যান্ডের বিপক্ষে জয় গোটা দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে বলে জানালেন বাংলাদেশ দলের কোচ৷

এদিকে এ গ্রুপের খেলায় আজ জিম্বাবোয়ের বিপক্ষে মুখোমুখি হচ্ছে পাকিস্তান৷ চার ম্যাচে তিন খেলায় জিতে ইতিমধ্যে কোয়ার্টার ফাইনালের পথ মসৃণ করে ফেলেছে শহীদ আফ্রিদির দল৷ অন্যদিকে টুর্নামেন্টে টিঁকে থাকাটা জিম্বাবোয়ের জন্য এবার কঠিন বলে মনে হচ্ছে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য