1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘পাথর ছোঁড়ার ঘটনা সত্ত্বেও বিশ্বকাপ সরানো হবে না’

৫ মার্চ ২০১১

ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ টিমের বাসের দিকে লক্ষ্য করে পাথর ছোঁড়ার ঘটনায় বিচলিত হয়ে বাংলাদেশে নিরাপত্তা আরও বাড়ানো হচ্ছে৷ আন্তর্জাতিক ক্রিকেট পরিষদের প্রধান অবশ্য ‘ছোট ঘটনা’ বলে বিষয়টিকে লঘু করে দেখছেন৷

https://p.dw.com/p/10TvL
International, Cricket, Council, Chief, Executive, Haroon, Lorgat, আন্তর্জাতিক, ক্রিকেট, পরিষদ, প্রধান, হারুন, লোরগাট,
আন্তর্জাতিক ক্রিকেট পরিষদের প্রধান হারুন লোরগাটছবি: AP

‘খেলায় হারজিত মেনে নিতে হয়' – এই মূলমন্ত্রে বিশ্বাস থাকলেও ম্যাচে হেরে গেলে অনেক সময় সমর্থকদের মাথার ঠিক থাকে না৷ যেমন শুক্রবার দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ দলের হাতে বাংলাদেশের পরাজয়ের পর বিজয়ী দলের বাসের উপর কমপক্ষে দুটি পাথর এসে পড়ে৷ তাছাড়া শহরের বিভিন্ন এলাকায় ভাঙচুর ও অশান্তির ঘটনাও ঘটেছে৷ বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসানের বাড়িতেও হামলা চালানো হয়েছে৷

বিশ্বকাপ আয়োজক কমিটির নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেসবাহ উদ্দিন জানিয়েছেন, গোটা নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে তা আরও শক্তিশালী করে তোলা হবে৷ বিভিন্ন টিমের বাস যখন পথে নামবে, তখন ফুটপাথ থেকে জনতাকে দূরে রাখা হবে৷ তাছাড়া অন্ধকারে সার্চ লাইটের মাধ্যমে বাসের যাত্রাপথ ও আশেপাশের সরু গলি আলোকিত রাখা হবে৷ মেসবাহ উদ্দিনের ধারণা বাংলাদেশ দলের কোনো ভেঙে পড়া সমর্থক ভুল করে ওয়েস্ট ইন্ডিজ টিমের দিকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে৷ বিচ্ছিন্ন ঘটনা হলেও বিষয়টিকে লঘু করে নেওয়া হচ্ছে না৷

Flash-Galerie Cricket World Cup 2011
এমন উল্লাস খুব বেশি দীর্ঘস্থায়ী হতে দিল না টাইগাররাছবি: DW

পাথর ছোঁড়ার ঘটনার ফলে বাংলাদেশ থেকে বাকি ম্যাচগুলি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে, এমন গুজব শোনা গেলেও আন্তর্জাতিক ক্রিকেট পরিষদের প্রধান নির্বাহী হারুন লোরগাট এমন আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন৷ ভারতের চেন্নাই শহরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘‘ঠিক এমনটাই আমরা চাই না৷ বুঝতে হবে, এটা ছোট একটা ঘটনা৷''

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য