1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্মার্টফোন কি বোকা বনে যাচ্ছে ?

১৩ ফেব্রুয়ারি ২০১১

দিন দিন সর্বত্র ছড়িয়ে যাচ্ছে স্মার্টফোনের বিচরণ৷ কিন্তু এখন আশঙ্কা, স্মার্টফোনের ব্যাপক সাফল্যই বুঝি এটিকে ঝুঁকির মধ্যে ফেলবে৷ কারণ স্মার্টফোনের এতো সব অ্যাপ্লিকেশন্স চালাতে গিয়ে পুরো এক জটলার ফাঁদে পড়তে পারে এর পরিষেবা৷

https://p.dw.com/p/10GQE
Wireless, Samsung, Telecommunications, America, Mobile, Galaxy, smartphone, Verizon, স্মার্টফোন, বোকা, বনে, যাচ্ছে, স্যামসাঙ, প্রযুক্তি, মোবাইল, কমিউনিকেশন,
স্যামসাঙ এর একটি স্মার্টফোনছবি: AP

বিশ্লেষকদের সতর্কবাণী, মোবাইল শিল্প দ্রুত হুমকির সম্মুখীন৷ আর সেই হুমকি বাইরের কোন উৎস থেকে নয়৷ বরং নিজেদের বেড়াজালেই আটকে যাচ্ছে আধুনিকতম এই প্রযুক্তির জগত৷ শীঘ্রই দেখা যাবে, সবচেয়ে প্রয়োজনের সময় এবং সবচেয়ে প্রয়োজনের জায়গাগুলোতেই নেটওয়ার্ক জটে আটকা পড়বে এর সেবা৷ আর এই যন্ত্রণা থেকে ভোক্তাদের মুক্তি দিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে হয় দাম বাড়াতে হবে, নতুবা তথ্য সরবরাহ কিংবা লেনদেন হ্রাস করতে হবে৷ আর তা না হলে নানা বাহারি যেসব অ্যাপ্লিকেশন্স নিয়ে হাজির হয়েছে স্মার্টফোনগুলো তাদের জনপ্রিয় সেই অ্যাপ্লিকেশন্স এর ব্যবহার থমকে যাবে৷

এমন আশঙ্কার পেছনে বেশ যুক্তি রয়েছে প্রযুক্তি বিশারদদের৷ গার্টনার বাজার গবেষণা প্রতিষ্ঠানের হিসাবে, গত দুই বছরে স্মার্টফোন বিক্রি হয়েছে প্রায় ৪৭ কোটি৷ অথচ সাধারণ মোবাইল ফোনের চেয়ে এসব স্মার্টফোনে কমপক্ষে ২৪ গুণ বেশি তথ্য-উপাত্ত আদান-প্রদান হচ্ছে৷ ফলে মোবাইল নেটওয়ার্ক প্রবাহে ঘটেছে এক মহাবিস্ফোরণ৷ আর ২০১৫ সাল নাগাদ এটা ২৬ গুণ বেড়ে যাবে বলে ধারণা নেটওয়ার্কিং প্রতিষ্ঠান সিস্কো'র৷

Vorstellung des Windows Phone 7 Flash-Galerie
উইন্ডোজ ফোন সেভেনছবি: AP

ইতিমধ্যে ভোক্তারা হঠাৎ করে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার দুর্ভোগের শিকার৷ নতুবা জনবহুল স্থানে এবং বেশ কাজের চাপের সময়ে পরিষেবা ধীর গতি হয়ে যাচ্ছে৷ ফলে রাস্তায় যানজট কিংবা শিক্ষাঙ্গনে সেশনজটের পর এবার নেটওয়ার্ক জটের শিকার হচ্ছেন মোবাইল প্রযুক্তি নির্ভর মানুষ৷ বিশেষ করে স্মার্টফোনের ভিডিও সেবা নেটওয়ার্ক প্রবাহের উপর বাড়িয়ে দিয়েছে অনেক গুণ চাপ৷ ফলে ভিডিও সেবাই বেশি করে শিকার হচ্ছে এই নেটওয়ার্ক জটের৷

অ্যালোট কমিউনিকেশন এর সাম্প্রতিক প্রতিবেদন থেকে জানা গেছে, মোবাইলে তথ্য লেনদেনের ৩৭ শতাংশই এখন ভিডিও সেবা দখল করে নিয়েছে৷ আর সিস্কো'র মতে, ২০১৫ সাল নাগাদ এটা দুই-তৃতীয়াংশ জায়গা দখল করে ফেলবে৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান