1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অবশেষে চিরনিদ্রায় শায়িত হলেন মাইকেল জ্যাকসন

৪ সেপ্টেম্বর ২০০৯

অবশেষে ভক্ত, বন্ধু এবং পারিবারের সদস্যদের অনেক অনেক পিছনে ফেলে চিরনিদ্রায় শায়িত হলেন পপ সম্রাট মাইকেল জ্যাকসন৷

https://p.dw.com/p/JQzw
ছবি: AP

মৃত্যুর ৭০ দিন পর লস এঞ্জেলেসের গ্লেনডেল শহরতলির 'ফরেস্ট লন' এ বৃহস্পতিবার রাতে তিনি জায়গা করে নিলেন চির বিশ্রামের জন্য৷ ফরেস্ট লন সমাধিস্থলে শায়িত আছেন বহু বিখ্যাত সব তারকা৷ জ্যাকসনও তাদের পাশেই সমাহিত হলেন৷ অবশ্য এ জন্য মোটা অংকের অর্থ গুনতে হয়েছে জ্যাকসন পরিবারকে৷

Michael Jackson Beerdigung Flash-Galerie
কিছুক্ষণ পরই সেখানে নিয়ে যাওয়া হয় জ্যাকসনের শবদেহছবি: AP

প্রায় দুই মাসেরও বেশি সময় পর তাকে সমাধিস্থ করা হলো৷ গত ২৫ জুন ৫০ বছর বয়সে পরলোকগমন করেন কিংবদন্তিতুল্য গায়ক মাইকেল জ্যাকসন৷ সমাধিস্থলে ছিল কড়া নিরাপত্তা৷ প্রায় ২০০ অতিথি যোগ দেন এই অনুষ্ঠানে৷ এই অতিথির তালিকায় ছিলেন এলিজাবেথ টেইলর, এলভিস প্রেসলির কন্যা, জ্যাকসনের সাবেক স্ত্রী লিসা মারি প্রেসলিসহ বিখ্যাত আরও অনেকে৷

নিরাপত্তার খাতিরে বুধবার রাত থেকেই সমাধিস্থলের আকাশে টহল দেয় পুলিশের হেলিকপ্টার৷ সেইসঙ্গে এলাকায় সতর্ক পাহারায় ছিল পুলিশের কুকুর, সাধারণ পোশাক পরা পুলিশ কর্মকর্তারাসহ, প্রাইভেট সিকিউরিটি অফিসাররা৷ নির্ধারিত সময়ের এক ঘন্টা বাদে জ্যাকসনের মা, বোন, সন্তানরাসহ অন্যান্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবরা ৩০ টিরও বেশি গাড়ির বহর নিয়ে সমাধিস্থলে পৌঁছান৷ এর কিছুক্ষণ পরই সেখানে নিয়ে যাওয়া হয় জ্যাকসনের শবদেহ৷ শেষকৃত্য অনুষ্ঠানের শুরুতে জ্যাকসনের তিন সন্তান একটি মুকুট রাখে তাদের বাবার কফিনের ওপর৷ বক্তব্য রাখেন জ্যাকসনের বাবা জোসেফ এবং মানবাধিকার কর্মী রেভারেন্ড অ্যাল শার্পটন৷

Michael Jackson Beerdigung Flash-Galerie
চিরনিদ্রায় শায়িত হলেন পপ সম্রাট মাইকেল জ্যাকসনছবি: AP

প্রাণঘাতী মাত্রার অতি কড়া এনিসথেটিক প্রপোফলের ক্রিয়ার কারণে ২৫ জুন লস এঞ্জেলেসে মারা যান ৫০ বছর বয়স্ক জ্যাকসন৷

প্রতিবেদক: সাগর সরওয়ার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান