1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ভুয়া খবর'-এর শিকার ম্যার্কেল

২৪ জানুয়ারি ২০১৭

ইউরোপীয় ইউনিয়নের একটি সংস্থা বলছে, জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলকে নিয়ে সবচেয়ে বেশি ভুয়া খবর তৈরি হয়েছে৷ এই পরিস্থিতি সেপ্টেম্বরে অনুষ্ঠেয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা করছে জার্মানি৷

https://p.dw.com/p/2WIDu
জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল
ছবি: Getty Images/AFP/J. Macdougal

ইইউ-র কাউন্টার প্রোপাগান্ডা বিষয়ক টাস্কফোর্সের সঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থাগুলো বলছে, ২০১৫ সালের সেপ্টেম্বরে গঠিত হওয়ার পর টাস্কফোর্স এখন পর্যন্ত আড়াই হাজারেরও বেশি ভুয়া খবর নিয়ে কাজ করেছে৷ ১৮টি ভাষায় প্রকাশিত এসব খবরের শিকার হয়েছে ফ্রান্স আর নেদারল্যান্ডসও৷ জার্মানির পাশাপাশি এই দুটি দেশেও চলতি বছর নির্বাচন অনুষ্ঠিত হবে৷

সূত্র জানায়, ইউরোপে ম্যার্কেলকে নিয়েই সবচেয়ে বেশি ভুয়া খবর তৈরি হয়েছে৷ বিশেষ করে তাঁর শরণার্থী নীতিকে ঘিরে এসব খবর প্রকাশিত হয়েছে৷

উল্লেখ্য, ইউক্রেনের বিরুদ্ধে চলা রাশিয়ার ‘ডিসইনফরমেশন ক্যাম্পেন' ঠেকাতে ২০১৫ সালের সেপ্টেম্বরে কাউন্টার প্রোপাগান্ডা বিষয়ক টাস্কফোর্স গঠন করেছিল ইইউ৷ অসৎ উদ্দেশ্য পূরণের লক্ষ্যে ইচ্ছে করে মিথ্যা তথ্য দিয়ে অনলাইনে নিয়মিতভাবে প্রতিবেদন প্রকাশ করার বিষয়টি হচ্ছে ডিসইনফরমেশন ক্যাম্পেন৷

নির্বাচন ‘হ্যাকিং'

রাশিয়া গত বছরের মার্কিন নির্বাচন ‘হ্যাক' করেছে বলে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো অভিযোগ করেছে৷ অনলাইনে ভুয়া খবর প্রকাশ করে নিজেদের পছন্দের প্রার্থী ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচিত করতে রাশিয়া ‘হ্যাকিং'-এর আশ্রয় নিয়েছে বলে অভিযোগ মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর৷

যুক্তরাষ্ট্রের পর এবার ‘ভুয়া খবর' দিয়ে জার্মান নির্বাচনকেও প্রভাবিত করার চেষ্টা করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ জার্মানির বিচারমন্ত্রী হাইকো মাস গতবছরই এমন আশঙ্কা প্রকাশ করেছিলেন৷ ‘‘দুর্ভাগ্যবশত এটি (ভুয়া খবর প্রকাশ) ইন্টারনেটের একটি কালো অধ্যায়৷ বিষয়টি নিয়ে আমাদের খুব ভালভাবে ভাবতে হবে'', গত বছর বলেছিলেন তিনি৷ এরপর অনলাইনে ভুয়া খবর মোকাবিলা করতে জার্মানি একটি সংস্থা প্রতিষ্ঠার পরিকল্পনা করছে বলে গতমাসে জানা যায়৷

জেডএইচ/ডিজি (ডিপিএ, এএফপি)

এ বিষয়ে আপনার কিছু বলার থাকলে লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান