চোখের পর্দায় ভেসে ওঠে আপনাদের ছবি | পাঠক ভাবনা | DW | 03.01.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

চোখের পর্দায় ভেসে ওঠে আপনাদের ছবি

শিশির ভেজা সরিষা ফুল দিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ই-মেল শুরু করেছেন কুমিল্লা থেকে বন্ধু সোহাগ বেপারী৷ লিখেছেন, দেখতে দেখতে আরেকটি বছর কেটে গেলো, মনে পড়ে ফেলে আসা দিনগুলোর কথা৷

সেই ২০০০ সালে ডয়চে ভেলেতে লেখা শুরু করি৷ আজ ১৩টি বছর শেষ হয়ে গেল৷ মনের আয়নায় ভেসে উঠে কত ঘটনা, কত কথা! মাঝে মাঝে পেছনে ফিরে তাকাই৷ চোখের পর্দায় ভেসে ওঠে আপনাদের ছবি৷ কখনো অভিযোগ করেছি, কখনো অনুরোধ করেছি, কখনো অনুষ্ঠান শুনে ভালো লাগার কথা জানিয়েছি, আবার কখনো বা চিঠির জবাব না পেয়ে হতাশ হয়ে দুঃখ ভরা হৃদয় নিয়ে চিঠি লিখেছি৷ আজ সবই স্মৃতি৷ দুঃখের কথাগুলো ভুলে সুখের কথাই হৃদয়ে জমিয়ে রেখেছি৷

তাই আমার প্রিয় ডাকাতিয়া নদীর পাড়ে নীল আকাশটার দিকে তাকিয়ে হৃদয়ের দরজা খুলে ডয়চে ভেলের কথা আর আপনাদের কথা ভাবি৷ সত্যি দিনগুলো চলে গেল, কিন্তু স্মৃতিগুলো ঠিকই রয়ে গেল৷ আমার মনের ডায়রিতে ডয়চে ভেলের কথা সব সময় বেঁচে থাকবে যুগ যুগ ধরে, চিরদিন চিরকাল৷ আমার এই জীবন চলার পথে ডয়চে ভেলেকে সঙ্গী হিসাবে পেয়ে আমি ধন্য৷

প্রিয় ডয়চে ভেলে

জীবন চলার পথে

যদি কখনো কালবৈশাখি ঝড় আসে, হাত

বাড়িয়ে দেখো বন্ধু

হয়ে আছি আমি তোমার পাশে৷

গান্দাছি, বাংগড্ডা বাজার, কুমিল্লা থেকে সোহাগ বেপারী স্বরচিত কবিতাসহ এই লম্বা ই-মেলটি পাঠিয়েছেন৷

অনেক ধন্যবাদ ভাই সোহাগ আপনার লেখা কবিতা এবং ই-মেলের জন্য৷ আপনাদের মতো বন্ধুদের পেয়ে আমরাও ধন্য৷ আপনারা সাথে আছেন বলেই ডয়চে ভেলে আছে৷ আমাদেরও মাঝে মাঝে পুরনো বন্ধুদের কথা খুব মনে পড়ে৷ ডয়চে ভেলের রেডিও অনুষ্ঠান না থাকলেও আছে ওয়েবসাইট এবং টেলিভিশন অনুষ্ঠান ‘অন্বেষণ'৷

এছাড়াও আছে আমাদের ফেসবুক পাতা, যেখানে আমাদের বন্ধুর সংখ্যা এ মূহূর্তে দুই লাখ ৬৬ হাজার এবং প্রতিদিনই এই সংখ্যা বাড়ছে৷ আসুন না আমাদের ফেসবুকে! সেখানে আপনি আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন অন্য বন্ধুদের মতো, জানাতে পারেন ওয়েবসাইটের প্রতিবেদন সম্পর্কে আপনার মূল্যবান মতামত৷ অন্য বন্ধুদেরও অনুরোধ করছি নিজেরা আসুন এবং অন্যদেরও বলুন আসতে৷ সপ্তাহান্ত ভালো কাটুক আপনাদের সবার – এই প্রত্যাশা আমাদের সকলেরই৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন