1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে আসার পথে নিখোঁজ পেগাহ আহানগারানি

১৫ জুলাই ২০১১

বেশ কয়েক সপ্তাহ ধরেই ইরানের অন্যতম চলচ্চিত্র নির্মাতা, অভিনেত্রী এবং নামি ব্লগার পেগাহ আহানগারানি’র কোনো খোঁজ নেই৷ অথচ গত জুন মাসে ডয়চে ভেলের গ্লোবাল মিডিয়া ফোরামে অংশগ্রহণ করার কথা ছিল তাঁর৷

https://p.dw.com/p/11vyK
Portrait der iranischen Schauspielerin Pegah Ahangarani. Quelle: ILNA
পেগাহ আহানগারানিছবি: ILNA

ডয়চে ভেলের ফার্সি বিভাগ আহানগারানি'এর আত্মীয়স্বজনদের সঙ্গে কথা বলে জানতে পারে যে, কিছুদিন আগেই আহানগারানি গ্রেপ্তার হয়েছেন৷ তাঁদের ভাষ্যে, কয়েক সপ্তাহ আগে রাজধানী তেহেরানে শেষবারের মতো দেখা গিয়েছিল এই তথ্যচিত্র নির্মাতা ও অভিনেত্রীকে৷

জুন মাসের শেষে অনুষ্ঠিত ডয়চে ভেলের গ্লোবাল মিডিয়া ফোরামে অংশগ্রহণের কথা ছিল পেগাহ আহানগারানি'এর৷ শুধু তাই নয়, ডয়চে ভেলের কাছে জার্মানিতে চলতি প্রমীলা বিশ্বকাপ দেখার এবং সে সম্পর্কে প্রতিবেদন লেখারও আগ্রহ প্রকাশ করেছিলেন এই ব্লগার৷ কিন্তু জার্মানির উদ্দেশ্যে রওনা হওয়ার একদিন আগেই তাঁকে নাকি আটক করা হয়৷

Pegah Ahangarani
চলতি প্রমীলা বিশ্বকাপ দেখার এবং সে সম্পর্কে প্রতিবেদন লেখারও আগ্রহ প্রকাশ করেছিলেন এই ব্লগারছবি: Jamejam

গত বছর বার্লিন চলচ্চিত্র উৎসবে ডয়চে ভেলের হয়ে একটি ব্লগ লেখেন পেগাহ আহানগারানি৷ অংশ নেন বন শহরে অনুষ্ঠিত গত বছরের গ্লোবাল মিডিয়া ফোরামেও৷ এবারও তাঁর ডয়চে ভেলের হয়ে ব্লগ লেখার কথা ছিল৷ কিন্তু তিনি গত কয়েক সপ্তাহ যাবত নিখোঁজ থাকায়, শেষ পর্যন্ত ঐ যৌথ ব্লগ লেখার প্রকল্পটিকে বাদ দিতে বাধ্য হয় ডয়চে ভেলের ফার্সি বিভাগ৷

ওদিকে, পেগাহ আহানগারানি কোথায় এবং কেমন আছেন – তা নিয়ে স্বাভাবিকভাবেই অত্যন্ত উদ্বিগ্ন তাঁর আত্মীয়স্বজন৷ কিন্তু তারপরও, আহানগারানি'এর নিরাপত্তার কথা চিন্তা করে তাঁরা কোনো রকম সাক্ষাৎকার দিতে নারাজ৷ জানান ফার্সি বিভাগের প্রধান জামশেদ ফারুগি৷ তাঁর কথায়, ‘‘আমরা ইরান সরকারের কাছে প্রশ্ন করেও পেগাহ আহানগারানি'এর কোনো হদিশ পায় নি৷ কোনো রকম উত্তর দিতেই রাজি নয় তেহেরান৷''

Die iranische Schauspielerin Pegah Ahangarani nahm stellvertretend die Preise für die BOBs-Gewinner aus Kuba und China entgegen, links im Bild Moderatorin Conny Czymoch.
বন শহরে অনুষ্ঠিত গত বছরের গ্লোবাল মিডিয়া ফোরামে অংশ নেন পেগাহ আহানগারানি

উল্লেখ্য, চলচ্চিত্র নির্মাতা বা ব্লগাদের গ্রেপ্তার করার ঘটনা নতুন নয় ইরানে৷ গত বছরও দেশের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আয়োজিত সমাবেশে অংশগ্রহণ ও প্রচারণা চালানোর অভিযোগে ইরানের খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহিকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল৷ আটক হয়েছিলেন ফার্সি ভাষায় ব্লগিং'এর পুরোধা ডয়চে ভেলের সেরা ব্লগ প্রতিযোগিতার প্রাক্তন বিচারক হোসেন দেরাকসানও৷

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য