‘ডি-এক্সার জামান সিদ্দিকী আর নেই’ | পাঠক ভাবনা | DW | 17.06.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘ডি-এক্সার জামান সিদ্দিকী আর নেই’

আমরা গভীরভাবে শোকাহত!!! আমাদের সবার প্রিয় ঝিনাইদহের ডি-এক্সার জামান সিদ্দিকী ভাই আর আমাদের মাঝে নেই৷ সোমবার ভোরে তিনি ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷

আর কোনো দিন দেখা বা কথা হবে না তাঁর সাথে, কোনো বেতার শ্রোতা সম্মেলনে বা বেতার বিষয়ক কর্মকাণ্ডে৷ আমরা তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি৷ সোহেল রানা হৃদয়, ঢাকা থেকে এই দুঃসংবাদটি আমাদের জানিয়েছেন৷

-বাংলা বিভাগের পক্ষ থেকে আমাদের প্রিয় এবং বহু পুরনো শ্রোতাবন্ধু জামান সিদ্দিকীর পরিবারকে সমবেদনা জানাচ্ছি৷

‘জার্মানি-ইউরোপ' শীর্ষক পাতার ছবিঘর দেখে, পড়ে জানতে পারলাম মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি জার্মানদের মুগ্ধতার কথা৷

ওয়েবসাইটের হোমপেজে ‘জার্মানিতে আধুনিক দিদা, দাদুর চাহিদা বাড়ছে' – ছবিঘরে দাদু-দিদার অন্তরঙ্গ সম্পর্কের নানা দিকের বাস্তবচিত্র খুবই সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে৷ আমাদের দেশেও নানা কারণে পরিবার ভেঙে যাচ্ছে৷ জার্মান যুব প্রতিষ্ঠানের শিক্ষীবিদ ও সমাজবিজ্ঞানী ভাল্টার বিন বলছেন, জার্মানিতে এ যুগের নাতি-নাতনিদের সাথে দাদু-নানুর সম্পর্ক আগের যে কোনো সময়ের তুলানায় অনেক বেশি অন্তরঙ্গ৷ একথা মানতে অসুবিধা হচ্ছে৷ দূরে থেকেও সম্পর্ক রাখা সম্ভব ঠিকই, কিন্তু তা কি ততটা মধুর হয় যতটা হয় বেশি করে কাছে পেলে?

খেলার পাতায় একটি অসাধারণ প্রতিবেদন পেলাম৷ আফ্রিকা মহাদেশের কেনিয়া ক্রিকেট খেলে জানি, কিন্তু উত্তর আফ্রিকার মাসাই উপজাতি যে ক্রিকেটের ময়দানে পা রেখেছে, তা তো জানা ছিল না! শুধু তাই নয়, আরও অবাক করার বিষয় যে, মাসাই ক্রিকেটাররা খেলার সঙ্গে সঙ্গে জনকল্যাণ ও সমাজসেবার কাজও করে থাকে খবরটি জেনে৷ অন্য সব বিষয়ের পাশাপাশি খেলার জগতে ডয়চে ভেলের অবাধ বিচরণের ফলেই আমরা খেলার দুনিয়ার না জানা অনেক খবর মাঝে মধ্যেই পেয়ে যাচ্ছি৷ সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লি থেকে লিখেছেন৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন