ডয়চে ভেলে তথ্য ভান্ডারকে সমৃদ্ধ করছে | পাঠক ভাবনা | DW | 19.11.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ডয়চে ভেলে তথ্য ভান্ডারকে সমৃদ্ধ করছে

আমাদের প্রিয় ডয়চে ভেলের ওয়েবসাইট নিয়মিত এবং খুব তাড়াতাড়ি বাংলাদেশ তথা বিশ্বের নানা বিষয়ের সাম্প্রতিক তথ্য তুলে ধরে আমাদের তথ্য ভান্ডারকে সমৃদ্ধ করছে - এই মন্তব্য ঢাকার বন্ধু মো. সোহেল রানা হৃদয়ের৷

তিনি আরো লিখেছেন, বাংলা রেডিও অনুষ্ঠান বন্ধ হয়ে যাবার পরে আমরা বেশ হতাশ হলেও এখন ওয়েবসাইটের মাধ্যমে মোটামুটি খবর পাচ্ছেন বলে তিনি বেশ সন্তুষ্ট৷ তিনি তার অসন্তুষ্টির কথাও জানিয়েছেন আমাদের এভাবে – পাঠক ভাবনা পাতার একজন নিয়মিত পাঠক ও লেখক হওয়া সত্ত্বেও বেশ কিছুদিন ধরে দেখছি আমার কোনো লেখা আর আপনাদের ওয়েবসাইটের ‘পাঠক ভাবনা' পাতায় ছাপাচ্ছেন না৷ জানিনা কেন এটা করছেন?

– ভাই সোহেল রানা, ধন্যবাদ আপনার ই-মেলের জন্য৷ তবে আপনিও কিন্তু আর আগের মতো মতামত জানিয়ে আমাদের লিখছেন না৷ যখনই লেখেন তখন আমরা তা পাঠক ভাবনা পাতায় তুলে ধরার চেষ্টা করি৷ তাছাড়া মাঝে মধ্যে তো ব্যতিক্রম হতেই পারে! আর একটি কথা না বললেই নয়, আমরা বেশ অনেকদিন থেকেই পাঠক বন্ধুদের কাছ থেকে তেমন মতামত পাচ্ছিনা৷ যার ফলে একবার এই পাতাটি বন্ধ করে দেওয়ার কথা উঠেছিলো, পরে অবশ্য পাঠক বন্ধুদের অনুরোধেই পাতাটি রাখা হয়েছে৷ দুঃখের কথা যে, এখন আর কেউ সেভাবে মতামত জানায় না৷ আর কেউ দু'চার লাইন লিখে যদি ‘পাঠক ভাবনা' পাতায় তাদের মতামত না দেখেন তখন অভিযোগ করেন৷ যাই হোক বন্ধুদের কাছে অনুরোধ, সময় সুযোগ পেলে লেখার চেষ্টা করবেন৷ কারণ আপনাদের জন্যই যে ডয়চে ভেলে! প্রিয় বন্ধুদের সবার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: জাহিদুল হক

নির্বাচিত প্রতিবেদন