ডয়চে ভেলের ওয়েবসাইটে ফন্ট-এর আকার খুব ছোট | পাঠক ভাবনা | DW | 13.03.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ডয়চে ভেলের ওয়েবসাইটে ফন্ট-এর আকার খুব ছোট

এত ছোট যে খালি চোখে দেখতে কষ্ট হয়৷ তাই ‘ফন্ট সাইজ' যদি একটু বড় করা যায়, তাহলে দেখতে সুবিধা হবে৷ এ ব্যাপারে ডয়চে ভেলের বাংলা বিভাগের মতামতও জানতে চেয়েছেন রাজপথ, রাঁচী থেকে বন্ধু রিঙ্কু মিত্র৷

পরের ই-মেলটি লিখেছেন দেওয়ান কামরুল হাসান রথি৷ তিনি লিখেছেন, ‘‘আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার কিছু পোস্ট ডিডাব্লিউ-এর ওয়েবপেজে দেওয়ার জন্য৷ আপনাদের জন্য যদি আর কিছু করতে পারি তাহলে খুশি হবো৷ যদি কোনোদিন আমাকে প্রয়োজন মনে করেন, আমাকে ই-মেল বা সরাসরি ফোন করতে পারেন৷ আমি সামওয়্যারইন ব্লগে বেশিরভাগ সময় লেখালেখি করে থাকি আর অন্য কিছু ব্লগেও টুকটাক লিখি৷ এছাড়া আমার ব্যাক্তিগত একটা ব্লগ আছে, যাতে আমি আমার ব্লগের লেখাগুলো আর্কাইভ করে রাখি৷''

দেওয়ান কামরুল হাসান রথির নিজস্ব ব্লগটি হলো: www.charpoka.com৷

- ধন্যবাদ ভাই রথি, আমরা প্রয়োজন মনে করলে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবো৷ আগামীতে আমাদের ওয়েবসাইটের বিভিন্ন প্রতিবেদন ও টিভি অনুষ্ঠান ‘অন্বেষণ' সম্পর্কে মতামত জানালে খুশি হবো খুব৷

- আর বন্ধু রিঙ্কু মিত্র, আপনি কি আমাদের ওয়েবসাইটে দেয়া বাংলা ফন্টটি ডাউনলোড করেছেন? না থাকলে, একবার করে দেখুন৷ এছাড়া আপনি চাইলেই কিন্তু কম্পিউটারের ‘কন্ট্রোল বাটন' এবং মাউস-এর ‘উইল' বা চাকা ঘুরিয়ে যেকোনো ওয়েবসাইট বড় অথবা ছোট করে পড়তে পারেন!

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন