দারিদ্র্য ও অপুষ্টিতে ভোগার কারণ নিয়ে পাঠকরা যা ভাবছেন | পাঠক ভাবনা | DW | 21.02.2018
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

দারিদ্র্য ও অপুষ্টিতে ভোগার কারণ নিয়ে পাঠকরা যা ভাবছেন

মধ্যবিত্ত ভারতীয়রা আয়ের দুই-তৃতীয়াংশ খাবারের পেছনে ব্যয় করার পরও তাঁরা  দারিদ্র্য ও অপুষ্টিতে ভোগেন৷ রিপোর্টটি দেখে পাঠকদের মনে খাদ্যের গুণমান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে, যা তারা ফেসবুক পাতায় জানিয়েছেন৷

কামরুল হাসানের ধারণা, শরীরের জন্য কী খাওয়া প্রয়োজন তা জানে না অনেকেই৷ তাছাড়া সকলের রোজগারের টাকা দিয়ে স্বাস্থ্যসম্মত খাবার খাওয়াও সম্ভব হয় না৷

ফরিদ মাহমুদের ধারণাও অনেকটা কামরুল হাসানের মতো৷ তবে তিনি বলছেন, ভারতীরা নাকি খাবারের পেছনে এত টাকা খরচ করতে চান না৷ তিনি বিশ্বাস করেন যে, ভারতীয়রা পূজা বা বিয়েতে প্রচুর খরচ করে থাকেন৷

তবে ‘খাবার পৃথিবীতে সবসময় ব্যয়বহুল–'এই মন্তব্য নাজমুজ্জামান মান্নার৷

‘‘ভারতীয়রা খাবারের জন্য খরচ করার ব্যাপারে খুবই হিসেবী''– ডয়চে ভেলের ফেসবুক পাতায় এই  মন্তব্য বদিউজ্জামান রাকিবের৷

আর কাজি নজরুল ইসলাম জানিয়েছেন, ভারতীয়রা খাবারে বৈচিত্র্য না এনে বেশি ডাল খায়৷ আর আর জন্যই হয়তো তাঁরা অপুষ্টিতে ভোগেন৷ 

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

নির্বাচিত প্রতিবেদন