1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে মিশন ইম্পসিবলের চতুর্থ পর্ব নিয়ে টম ক্রুজ

৭ ডিসেম্বর ২০১১

হলিউডের সুপার স্টার টম ক্রুজ গত সপ্তাহান্তে বলিউড নগরী মুম্বই’এ তাঁর সর্বশেষ ছবি মিশন ইম্পসিবল: গোস্ট প্রটোকল’এ বিশেষ স্ক্রিনিং করলেন৷ বলিউড তারকা অনীল কাপুরও আছেন ছবিতে৷

https://p.dw.com/p/13NkE
তাজমহলের সামনে টম ক্রুজছবি: AP

মিশন ইম্পসিবলের চতুর্থ পর্বের প্রমোশন ট্যুরে ক্রুজ'এর সঙ্গী ছিলেন সহ-তারকা পলা প্যাটন৷ দিল্লিতে নেমেই টম ক্রুজ সাংবাদিকদের জানান, ‘‘আমি সবসময়ই ভারতে আসতে চেয়েছিলাম৷ এখানে সত্যি সত্যি আসতে পেরে আমি ভীষণ উত্তেজিত৷''

বলিউড তারকা অনীল কাপুর টম ক্রুজকে আগ্রার তাজমহল দেখাতে নিয়ে যান৷ বলা বাহুল্য, সাংবাদিক এবং ক্যামেরম্যানরা ঘিরে থাকেন এই দুই তারকাকে৷

ভারতের প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানায়, মুম্বই-এ টম ক্রুজের আগমন উপলক্ষ্যে বিশাল এক পার্টির আয়োজন করেন অনীল কাপুর৷ পার্টির গেস্ট অফ অনার ছিলেন টম ক্রুজ৷ উপস্থিত ছিলেন আমীর খান, প্রীতি জিনটা, সোনম কাপুর, শেখর কাপুর, ফারহান আখতার'এর মত বলিউড তারকারা৷

মুম্বই-এর বহুল আলোচিত তাজ হোটেল রাত্রি যাপন করেন টম ক্রুজ৷ ১৬ই ডিসেম্বর ভারতে মুক্তি পাবে গোস্ট প্রটোকল৷ ছবির শ্যুটিং হয়েছে জাপান এবং দুবাইয়ে৷ ১৯৯৬ সালে মিশন ইম্পসিবলের প্রথম পর্ব মুক্তি পায়৷ এরপর ২০০০ এবং ২০০৬ সালে যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় পর্ব৷ সবমিলে এ পর্যন্ত প্রায় দুই বিলিয়ন ডলার ব্যবসা করেছে মিশন ইম্পসিবলের তিনটি পর্ব৷ 

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য