‘সবাইকে জানাই শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা' | পাঠক ভাবনা | DW | 19.10.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘সবাইকে জানাই শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা'

সিলেট থেকে শ্রোতাবন্ধু দিলওয়ার হোসেন দিলু লিখেছেন, তিনি নিয়মিত শ্রোতা এবং অনুষ্ঠান খুবই ভালো লাগে৷ এই বন্ধু আরো লিখেছেন, আগে ডয়চে ভেলে থেকে ম্যাগাজিন পেতাম৷ কিন্তু এখন আর পাইনা৷

-ডয়চে ভেলে যখন শুধু রেডিও অনুষ্ঠান প্রচার করতো তখন ম্যাগাজিন প্রকাশ করা হতো এবং সেগুলো শ্রোতাদের কাছে ডাকে পাঠানো হতো৷

এখন আছে আমাদের ওয়েবসাইট, যেখানে রয়েছে নানারকম তথ্যের ভাণ্ডার৷ ইচ্ছে করলে বন্ধুরা যখন খুশি ক্লিক করে পড়ে নিতে পারেন৷ কাজেই ডাকে পাঠানোর ব্যবস্থা আর নেই৷

তবে আমাদের নিউজলেটার রয়েছে যা বন্ধুদের সরাসরি ইমেলের মাধ্যমে পাঠানো হয়৷ যাদের ইমেল ঠিকানা রয়েছে তারা আমাদের ওয়েবসাইটে ক্লিক করে প্রথম পাতার নিচের দিকে লেখা আছে নিউজলেটার সেখানে ক্লিক করে দেখুন একটি ফর্ম রয়েছে ৷ সেটা পূরণ করলেই নিয়মিত পেতে থাকবেন আমাদের নিউজলেটার৷

শ্রোতাবন্ধু বিধান চন্দ্র টিকাদার নিজে এই নিউজলেটার নিয়মিত পড়েন এবং অন্যদেরও পড়ার সুযোগ করে দেন৷

মধ্য আলিপুর ফরিদপুর থেকে মো. আফজাল আলী খান৷ তিনি লিখেছেন অভিনন্দন স্কাই ডাইভার ফেলিক্স বাউমগার্টনারকে৷ শব্দের গতিকে হার মানিয়ে তিনি শুধু নিজের এবং অস্ট্রিয়ার জন্য গৌরব অর্জন করেননি, সারা বিশ্বের মধ্যে তিনি একজন বিস্ময়কর সফল অভিযাত্রিক অতিমানব৷ বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রযাত্রার ইতিহাসে তার বিজয় একটি স্বর্ণোজ্জ্বল মাইল ফলক৷ সচিত্র প্রতিবেদন এবং রেডিওতে এই তথ্য প্রচারের জন্য ডয়চে ভেলেকে ধন্যবাদ৷

আফজাল আলী খান আরো লিখেছেন, সাগর-রুনি হত্যার রহস্য উদ্ঘাটন এবং খুনীদের শাস্তি প্রদান এই সরকার আদৌ করবে কি?

গত মঙ্গলবার বিশ্ব খাদ্য দিবস৷ বিশ্ব খাদ্য সংস্থা এফএও'র এই হিসেবে বর্তমানে প্রায় ৮৭০ মিলিয়ন মানুষ ক্ষুধার্ত৷ ‘বিশ্বে প্রতি ৮ জনের একজন ক্ষুধার্ত' এই প্রতিবেদনটি পড়ে ফয়সাল আহমেদ লিখেছেন, ই-মেলে এবং ফেসবুকে – ভীষণ খারাপ লাগলো৷ ক্ষুধার্ত মানুষের এই কষ্টের জন্য উন্নয়নশীল দেশগুলোর সরকারের দুর্নীতি অনেকাংশে দায়ী ... এই সমস্যার আশু সমাধান কি একেবারেই অসম্ভব? তার প্রশ্ন৷

ফেসবুকে শ্রোতাবন্ধু নিজাম উদ্দিন নয়ন জানতে চেয়েছেন, তার পুরস্কার আইপড পাঠানো হয়েছে কিনা ?

-না ভাই এখনো পাঠানো হয়নি৷ তবে আগামীকাল বা পরশুই গত কয়েক মাসের মাসিক ধাঁধা বিজয়ীদের পুরস্কার একসাথে পোস্ট পাঠানো হবে৷

ডাকবিভাগ শুল্ককর কত টাকা দাবি করবে সেটা আমরা জানিনা বা আমাদের হাতে নয় সেটা৷ যদি শুল্ককর দিয়ে নিতে চান নিতে পারেন তা না হলে ফেরত পাঠিয়ে দেবেন৷ যদিও এর আগে কেউ কেউ ফেরত পাঠিয়েছেন কিন্তু আমাদের হাতে আর সেগুলো আসেনি৷ শুধু বলে রাখা ভালো যে দ্বিতীয়বার সেসব পুরস্কার পাঠানো সম্ভব নয়৷

সূচনা সমাজ কল্যাণ সংঘ, মশীপুর, সিরাজগঞ্জ থেকে মো.আবদুল মান্নান লিখেছেন সমাজ জীবন পাতায় চেক প্রজাতন্ত্রে কড়া মদের ওপর নিষেধাজ্ঞা, চীনাদের মন জয় করতে চায় জার্মান ওয়াইন এসব পড়ে অনেক তথ্য জানলাম৷

পুরান তাহিরপুর, রাজশাহী থেকে প্রফেসর সাইফুল ইসলাম থান্দার লিখেছেন, সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে ব্লগার আবু সুফিয়ানের মত এবং ফেসবুকে মাহবুবুল হকের মন্তব্য খুবই অর্থবহ ছিলো৷ তিনি আরো লিখেছেন, চিটাগং সিনেমা নিয়ে দেবব্রতর মননশীন চিন্তার কথা শুনে খুব অভিভূত হয়েছি৷

সারাক ইন্টারন্যাশনাল রেডিও লিসনার্স ক্লাব, নিমাইদিঘী, বগুড়া থেকে শ্রোতাবন্ধু আবদুর রাজ্জাক লিখেছেন ডয়চে ভেলের ওয়েবসাইট নিয়মিত দেখছি, ভালো লাগছে৷ আমি পাকিস্তানের তালেবানদের গুলিতে আহত মালালাকে সমর্থন করি৷ দোয়া করি তিনি সুস্থ হয়ে উঠুন৷

আমরা জানি, সারা বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তিগত অগ্রগতি হয়েছে৷ চিকিৎসা কৃষি মহাকাশ আবহাওয়া বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তির ব্যাপক ব্যবহার, বিশ্বে অনেক দেশেই ব্যবহার হচ্ছে বিভিন্ন ধরনের লেজার রশ্মি৷ লেজার ব্যবহার করে রোগিদের কিডনির পাথর ভাঙ্গা হচ্ছে৷ তাই আমরা প্রযুক্তির ব্যবহারের বিষয়গুলো, যেমন লেজার, রোবট, মহাকাশ, ইন্টারনেট সফটওয়ার ইত্যাদি নিয়ে ধারাবাহিক অনুষ্ঠান চাই৷ ডা.এস এম এ হান্নান, পাছশুয়াইল রেডিও শ্রোতা ক্লাব হরিপুর, পাবনা থেকে অনুরোধ করেছেন৷

-ধারাবাহিকভাবে না হলেও বিজ্ঞানের অগ্রগতির সব খবরাখবরই কিন্তু ডয়চে ভেলের অনুষ্ঠান এবং ওয়েবসাইটে থাকছে৷

-মতামত জানানোর জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন