‘সবার জন্য চাই স্বাস্থ্য সেবা’ | পাঠক ভাবনা | DW | 08.05.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘সবার জন্য চাই স্বাস্থ্য সেবা’

বিশ্বের যে কোন দেশের বসবাসকারী মানুষের যেমন চিকিত্সা পরিষেবা পাওয়ার অধিকার আছে, তেমনি সেই পরিষেবা দেওয়ার সামাজিক, নৈতিক দায়িত্ব আছে সেই দেশের সরকারের৷

অনেক দেশেই নিয়মের বেড়াজালে চিকিত্সকেরা স্বাস্থ্য পরিষেবা প্রদানে অপারগ হয়ে পড়ে৷ যেমনটি হয়েছে মারিয়ানার বেলায়৷ এই ধরনের ভুক্তভোগী হয়তো আরও অনেক আছে৷ এথিক্‌স কমিশনের সাংবাদিক সম্মেলনে চিকিত্সক পরিষদের মানবাধিকার বিষয়ক কমিশনার উলরিশ ক্লেভার-এর বক্তব্য ছিল যথাযথ৷ প্রাসঙ্গিক প্রতিবেদনটি থেকে বিস্তারিত তথ্য জানা গেল৷

পরিযায়ী পাখিদের ওপর বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব সংক্রান্ত প্রতিবেদনটি বেশ ভালো লাগলো, তবে চিত্র সহযোগে প্রতিবেদনটি আরও বিস্তারিতভাবে তুলে ধরলে এক অন্য মাত্রা পেত৷যাই হউক, সুন্দর বিষয় নির্বাচনের জন্য ধন্যবাদ রইলো৷

বিজ্ঞান পরিবেশ শীর্ষক পাতায় স্বাস্থ্য সম্পর্কিত পরিবেশনে বিশ্বে মায়েদের ও নবজাতক শিশুদের অবস্থা নিয়ে 'সেভ দ্য চিলড্রেন' এর রিপোর্ট থেকে বিস্তারিত অবগত হয়ে উপকৃত হলাম৷ শিশুর জন্মের প্রথম দিনটি এক গুরুত্বপূর্ণ দিন৷ নবজাতকের মৃত্যুর হারের প্রধান তিনটি কারণের জন্য কি বিশ্বের উন্নত এবং উন্নয়নশীল দেশগুলির মানুষের আয়ের মধ্যে বৈষম্য ও দারিদ্র্য দায়ী নয়? প্রধান তিনটি কারণের পাশাপাশি প্রত্যন্ত গ্রামাঞ্চলের মায়েদের উপযুক্ত স্বাস্থ্য পরিষেবা পাওয়া থেকে বঞ্চিত হওয়াও নবজাতকের মৃত্যুর কারণ৷ প্রতিবেদনটির

ওপর আরও বিস্তারিত আলোকপাত করার প্রয়োজন ছিল৷ সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লি থেকে৷

-সুভাষ চক্রবর্তী, আপনাকে অনেক ধন্যবাদ প্রতিদিন এভাবে মতামত জানানোর জন্য৷

সংকলন: নরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন