1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপীয় স্বাস্থ্যপরিষেবা

Debarati Guha২৩ এপ্রিল ২০১২

ইউরোপীয় পার্লামেন্টের এক সিদ্ধান্তে বলা হয়েছে, অদূর ভবিষ্যতে ইউনিয়নভুক্ত যে কোনো দেশেই অনায়াসে ডাক্তার দেখাতে বা হাসপাতালে চিকিত্সা নিতে পারবেন ইউরোপীয় ইউনিয়নের নাগরিকরা৷

https://p.dw.com/p/14jMr
ছবি: picture-alliance/dpa/dpaweb

ইউরোপীয় ইউনিয়নে রোগীদের অধিকার ভবিষ্যতে আরো বিস্তৃত হচ্ছে৷ ইউনিয়নভুক্ত দেশের মানুষরা এক দেশ থেকে অন্য দেশে নির্বিঘ্নেই যাতায়াত করতে পারেন৷ এখন স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও সীমানা তুলে নেয়ার পরিকল্পনা করা হয়েছে৷ স্বাস্থ্য ক্ষেত্রে এই নতুন নীতিমালাটি ২০১৩ সালের প্রথম দিক থেকে কার্যকর হবে৷

পছন্দ মত চিকিত্সা

প্রতি ১০০ জনে এক জন বিদেশে চিকিত্সার জন্য যান এখন৷ নতুন নীতিমালা অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের ইউনিয়নের দেশগুলিতে চিকিত্সার জন্য আর বাধাবিপত্তি থাকবে না৷ শুধু জরুরি অবস্থায় নয়, যে কেউ নিজ দেশ থেকে ইউরোপের অন্য দেশে হাসপাতালে ভর্তি হয়ে চিকিত্সা নিতে পারবেন৷ অবশ্য এ কারণে চিকিত্সার জন্য নানা দেশে রোগীদের ভিড় বাড়বে, এমনটি মনে করেন না ইউরোপীয় পার্লামেন্টের জার্মান সাংসদ পেটার লিজে৷ তাঁর ভাষায়, ‘‘মূলত সেই সব রোগীই অগ্রাধিকার পাবেন, যারা স্বদেশে কোনো চিকিত্সার জন্য অনেক দিন ধরেই অপেক্ষার তালিকায় রয়েছেন৷ ব্যক্তিগত কারণেও কেউ বিদেশে গিয়ে চিকিত্সা করাতে পারবেন, যেমন কারো সন্তান বিদেশে বসবাস করলে৷ এছাড়া সীমান্ত সংলগ্ন রোগীরা সুবিধা থাকলে পাশের দেশে গিয়ে চিকিত্সা করাতে আগ্রহী হবেন৷ সর্বোপরি বিরল রোগ ব্যাধিতে ভুগছেন যারা, তাদের সুবিধা হবে৷

বিরল অসুখে বিশেষজ্ঞ

সহজে দেখা যায় না, এমন সব অসুখ বিসুখে আক্রান্ত রোগীদের জন্য গোটা ইউরোপব্যাপী মাত্র অল্প কয়েক জন বিশেষজ্ঞ রয়েছেন৷ নতুন নীতিমালা কার্যকর হলে এই সব রোগী ইউরোপের সবচেয়ে ভালো ডাক্তার দেখাতে পারবেন৷ বিমাসংস্থাগুলি তাদের চিকিত্সার খরচ বহন করবে৷ অবশ্য নির্দিষ্ট মাত্রা পর্যন্ত৷ স্বদেশে চিকিত্সা করালে যতো খরচ পড়তো, তার সঙ্গে সামঞ্জস্য রেখে৷ অন্য দেশে ব্যয়বহুল চিকিত্সা করাতে চাইলে বিমা প্রতিষ্ঠানগুলির কাছ থেকে অনুমোদন নিতে হবে৷ বিমা সংস্থাগুলি তা প্রত্যাখ্যানও করতে পারে৷

ইউরোপীয় পার্লামেন্টে মুক্ত গণতন্ত্রী দলের সাংসদ স্বাস্থ্য বিশেষজ্ঞ হলগার ক্রামার মনে করেন, এক্ষেত্রে অনেক ধরনের ব্যতিক্রমী নিয়ম কানুন রয়েছে৷ তিনি জানান, ‘‘বিমা সংস্থাগুলি বলতে পারে, আমাদের কাছে গুণগত দিকে দিয়ে যথেষ্ট মনে না হলে, বিদেশে গিয়ে চিকিত্সা করাতে পারবে না রোগীরা৷ এখানে এই প্রশ্নটা দেখা দিতে পারে, বিমা সংস্থাগুলির সঙ্গে কাগজি যুদ্ধে রোগীদের ইচ্ছা কি মাঠে মারা যাবে, নাকি নতুন নীতিমালা তাদের অধিকার রক্ষায় সত্যি সত্যি সাহায্য করবে৷ যেমন কেউ নিতম্ব বা হার্ট অপারেশনের জন্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে কোনো দেশে বিশেষজ্ঞের কাছে চিকিত্সা নিতে পারবেন কিনা৷''

Charite-Klinik in Berlin
বার্লিনের চ্যারিটে হাসপাতালছবি: picture-alliance/dpa

জার্মানি অগ্রদূত

রোগীদের চিকিত্সার সুযোগ সুবিধার জন্য সীমানার বাধা উঠিয়ে দেয়ার ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলি অনেক বছর ধরেই আলাপ আলোচনা চালিয়ে আসছিল, তবে ঐক্যমতে আসাটা সহজ হয়নি৷ বহু দেশের সরকারই এক্ষেত্রে দ্বিধায় ছিলেন৷ জার্মানি অবশ্য এ ব্যাপারে একটা আদর্শ স্থাপন করতে পারে৷ বাস্তবে জার্মান রোগীরা এই সুযোগ সুবিধা কয়েক বছর ধরেই ভোগ করছেন৷ এখন অন্যান্য দেশের রোগীরাও এই সুযোগ পাবেন৷ এর ফলে জার্মান স্বাস্থ্যপরিষেবার জন্য আর্থিক সুফলও বয়ে আনবে৷ এই মত পোষণ করেন খ্রিষ্টীয় গণতন্ত্রী দলের স্বাস্থ্য সংক্রান্ত বিশেষজ্ঞ ও ইউরোপীয় পার্লামেন্টের সাংসদ পেটার লিজে৷ তিনি জানান, ‘‘বাইরে থেকে এটা বোঝা না গেলেও জার্মান স্বাস্থ্যব্যবস্থা ইউরোপের অন্যান্য দেশের তুলনায় বেশ ভালো৷ আমার ধারণা, জার্মান ডাক্তার দেখাতে ও হাসপাতালগুলিতে ভর্তি হওয়ার জন্য অন্যান্য দেশের রোগীরাও আগ্রহী হবেন৷ এর ফলে সমগ্র বাজেটে একটি ইতিবাচক প্রভাব পড়বে এবং স্বাস্থ্য ক্ষেত্রের সমস্যাগুলিকে সহজে আয়ত্তে আনা যাবে৷''

স্বাস্থ্য কর্তৃপক্ষের জন্যও এটা মঙ্গলজনক, যদি মানুষের চিকিত্সার ব্যাপারে পছন্দের স্বাধীনতা থাকে৷ কেননা রোগীদের নিজ দেশে রাখার জন্য আরো যত্নবান হতে সচেষ্ট হবেন তারা৷ তা না হলে তাঁদের অর্থ বিদেশে চলে যাবে৷ পেটার লিজে বলেন, ‘‘রোগীদের মঙ্গলের জন্য ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির মধ্যে একটা সুস্থ প্রতিযোগিতার সৃষ্টি হবে৷''

প্রতিবেদন: রায়হানা বেগম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য