1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আর্জেন্টিনায় গর্ভপাতের বিপক্ষে ভোট

৯ আগস্ট ২০১৮

ক্যাথলিক অধ্যুষিত আর্জেন্টিনার কয়েক লাখ মানুষ সব ধরনের গর্ভপাত বৈধ ঘোষণার জন্য প্রচারণা চালিয়েছিলেন৷ কিন্তু দেশটির সিনেটে ভোটাভুটিতে প্রস্তাবটি পাস হয়নি৷

https://p.dw.com/p/32sdU
ছবি: AFP/Getty Images/M. Bernetti

আর্জেন্টিনার সংসদের নিম্ন কক্ষে কয়েক সপ্তাহ আগে সব ধরনের গর্ভপাতকে বৈধ ঘোষণার প্রস্তাব অল্প ব্যবধানে পাস হলেও সিনেটে তা ভোটাভুটিতে জিততে পারেনি৷ প্রস্তাবের পক্ষে সেখানে ভোট দেন ৩১ সিনেটর, বিপক্ষে ৩৮৷

ফলে ক্যাথলিক চার্চের বিরোধিতা সত্ত্বেও যে লাখ লাখ মানুষ গর্ভপাত বৈধের পক্ষে প্রচারণা চালিয়েছিলেন, তারা কার্যত হতাশ হলেন৷ দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, প্রতিবছর দেশটিতে পাঁচ লাখের মতো অবৈধ গর্ভপাতের ঘটনা ঘটে৷ গোপনে এবং অস্বাস্থ্যকর পরিবেশে সেসব গর্ভপাত ঘটাতে গিয়ে অনেক নারী মারাও যান৷

তবে গর্ভপাতবিরোধীরা সিনেটের ভোটাভুটির ফলাফল কংগ্রেসের সামনে দাঁড়িয়ে আতশবাজী আর আনন্দউল্লাসের মাধ্যমে স্বাগত জানিয়েছেন৷ কাছেই আরেক জায়গায় অনেককে কাঁদতে দেখা গেছে, যারা গর্ভপাত বৈধের পক্ষে আন্দোলন করেছেন৷ এমনকি, সিনেটের ভোটাভুটির পর কোথাও কোথায় দাঙ্গা পুলিশের সঙ্গে গর্ভপাতের পক্ষের অ্যাক্টিভিস্টদের সংঘর্ষে জড়াতে দেখা গেছে৷

প্রসঙ্গত, গর্ভপাত ইস্যুতে গত বেশ কিছুদিন ধরেই আর্জেন্টিনায় নানা রকম কর্মসূচি দেখা গেছে৷ পোপ ফ্রান্সিসের দেশটির ক্যাথলিক চার্চ গর্ভপাতের ঘোর বিরোধী৷ এমনকি চার্চের তরফ থেকে ক্যাথলিক খ্রিষ্টানদের রাজপথে নেমে গর্ভপাত বিরোধী অবস্থান জানাতেও আহ্বান জানানো হয়েছে৷

অবশ্য সিনেটে ভোটাভুটিতে প্রস্তাবটি পাস না হলেও গর্ভপাতের পক্ষের আন্দোলনকারীরা হাল ছেড়ে দেবে না বলে জানিয়েছেন সিনেটর মিগেল পিচেতো৷ গর্ভপাতের পক্ষে ভোট দেয়া এই পুরুষ সিনেটর বলেন, ‘‘ভবিষ্যত গর্ভপাতের বিরোধীদের জন্য নয়৷ সেদিন বেশি দূরে নয় যখন নারী তার জন্য দরকারি সিদ্ধান্ত নিজেই নিতে পারবে, আমরা শীঘ্রই এই বিতর্কে জয়ী হবো৷''

উল্লেখ্য, আর্জেন্টিনার বর্তমান নিয়ম অনুযায়ী কোনো নারী ধর্ষণের শিকার হলে কিংবা গর্ভধারণের কারণে গর্ভবতীর জীবনশঙ্কা দেখা দিলে গর্ভপাত করা বৈধ৷ এর বাইরে অন্য কোনো কারণে গর্ভপাত করা অবৈধ৷

এআই/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য