1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অজগরের শিকার

১ ফেব্রুয়ারি ২০১৮

আস্ত একটা জন্তুকে গিলে ফেলছে অজগর৷ ভয়াবহ সেই দৃশ্যই ক্যামেরাবন্দি করে ইউটিউবে ছাড়লেন এক অস্ট্রেলীয়৷ আর পরক্ষণেই সেই ভিডিওটি হয়ে গেল ‘ভাইরাল'!

https://p.dw.com/p/2rsqz
Schlange
ছবি: andyastbury - Fotolia.com

শিকারকে আস্ত গিলে ফেলে অজগর৷ লোক মুখে এমন গল্প অনেকেই শুনেছেন৷ কিন্তু দেখেছেন ক'জন? যাঁরা দেখেছেন, তাঁরা ভাগ্যবান৷ অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট অঞ্চলের বাসিন্দা গ্রেগ হসকিং৷ গত কয়েকদিন ধরে তিনি দেখছিলেন, তাঁর ঘরের পিছনের উঠোনে একটি বিশাল অজগর ঘোরাঘুরি করছে৷ প্রাথমিক ভাবে সামান্য ভয় পেলেও সাপটিকে মারেননি হসকিং৷ বনকর্মীদেরও খবর দেননি৷ কয়েকদিন বাদে তিনি দেখেন, সাপটি উধাও হয়ে গেছে৷ আশপাশের গাছে খোঁজাখুঁজি করলেও সাপটিকে দেখতে পাননি তিনি৷

মঙ্গলবার রান্না করতে গিয়ে আচমকাই তিনি শুনতে পান, উঠোনের বিশাল গাছটায় পাখিরা অস্বাভাবিক চ্যাঁচামেচি করছে৷ দৌড়ে উঠোনে এসে খানিক খোঁজার পর তিনি দেখতে পান, অনেকটা পাণ্ডার মতো দেখতে অস্ট্রেলীয় জন্তু পোসাম গাছ থেকে ঝুলছে৷ আরেকটু কাছে গিয়ে দেখেন, পোসামটিকে ধীরে ধীরে গিলে ফেলছে বিশালাকার অজগরটি৷ সঙ্গে সঙ্গে দৃশ্যটি ক্যামেরা বন্দি করতে শুরু করেন হসকিং৷ পুরো জন্তুটাকে সাবার করতে অজগরটির সময় লাগে প্রায় ৪৫ মিনিট৷ একসময় অজগরটি নেমে আসে একেবারে তাঁর গায়ের কাছে৷ তবে তখন পশুটিকে গিলতেই ব্যস্ত ছিল সে৷ খাওয়াদাওয়া হয়ে গেলে সাপটি ফের গাছের ডালে গিয়ে বিশ্রাম নিতে শুরু করে৷ পরদিন সকালে উঠে হসকিং দেখেন, সাপটি আর নেই৷

ভয়ংকর সেই দৃশ্য ইউটিউবে শেয়ার করেছেন হসকিং৷ নিমেষের মধ্যে যা ভাইরাল হয়ে যায়৷

এসজি/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান