1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইভরি কোস্টে বাগবোর বাহিনী আবারও ভাল অবস্থায়

৯ এপ্রিল ২০১১

মাত্র তিন দিন আগেই মনে হচ্ছিল, এই বুঝি আইভরি কোস্টে লরাঁ বাগবো যুগের অবসান হতে চললো৷ কিন্তু এখন খোদ জাতিসংঘের কথাবার্তায় মনে হচ্ছে সেটা শুধুই দিবাস্বপ্ন৷

https://p.dw.com/p/10qLY
বাগবো সমর্থক বাহিনী আবিদজানে পাহারায়ছবি: AP

জাতিসংঘ

জাতিসংঘ বলছে রাজধানী আবিদজানের অনেকাংশের নিয়ন্ত্রণ এখন আবার চলে গেছে বাগবোর বাহিনীর কাছে৷ আইভরি কোস্টে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর প্রধান অ্যালাইন লি রয় বলছেন বাগবো বাহিনীর কাছে এখনো অনেক ট্যাঙ্ক ও ভারি অস্ত্র রয়েছে৷ এছাড়া আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট আলাসানে ওয়াতারা যে হোটেলে রয়েছেন বাগবো বাহিনী তার প্রায় এক কিলোমিটারে কাছে চলে গেছে বলে জানিয়েছেন তিনি৷ রয়ের এসব কথার প্রমাণ মেলে যখন শোনা যায় যে, বাগবোর বাহিনী ফ্রান্স দূতাবাসে হামলা করেছে৷ যদিও সেটা অস্বীকার করেছে বাগবো পক্ষ৷ অথচ মাত্র তিন দিন আগেই পরিস্থিতি এমন ছিল যে, সবাই প্রায় ধরেই নিয়েছিল বাগবোর সময় শেষ৷ কারণ সেসময় খবর পাওয়া যাচ্ছিল যে, ওয়াতারার বাহিনী বাগবোর প্রেসিডেন্ট ভবনে হামলা করেছে৷ এমনকি রাষ্ট্রীয় টেলিভিশনের নিয়ন্ত্রণও নিয়ে নিয়েছে তারা৷ কিন্তু সেই খবর যে ঠিক ছিল না তার প্রমাণ পাওয়া গেছে গতকাল৷ কারণ বন্ধ হয়ে যাওয়া ঐ টেলিভিশন আবার চালু হয়েছে৷ এবং সেখানে বাগবোর পক্ষে সমর্থন চাওয়া হয়েছে৷

বাগবো কোথায়?

তিনি তাঁর বাসার নিচে থাকা সুরক্ষিত বাঙ্কারে রয়েছেন বলে খবর পাওয়া গেছে৷ আর প্রায় এক হাজার নিরাপত্তা কর্মী তার বাসা ঘিরে রেখেছে৷ জানা গেছে, খাবার থেকে শুরু করে প্রয়োজনীয় সবকিছুরই জোগান রয়েছে সেই বাঙ্কারে৷ যেটা দিয়ে দিব্যি চারমাস চলে যাবে৷

মানবাধিকার পরিস্থিতি

খুব খারাপ৷ রাজনৈতিক অস্থিরতায় গত সপ্তাহ পর্যন্ত প্রায় আটশো'র মতো মানুয মারা গিয়েছিল বলে জানিয়েছিল বিভিন্ন মানবাধিকার সংগঠন৷ আর জাতিসংঘ গত ২৪ ঘন্টায় দেশটির পশ্চিমাঞ্চল থেকে আরও ১১৮ জনের মৃতদেহ খুঁজে পেয়েছে বলে জানিয়েছে৷ ওয়াতারা বাহিনীর হামলায় এসব হতাহতের ঘটনা ঘটেছে বলে জানা গেছে৷ এর ফলে দেশটিতে ঐক্য ফিরিয়ে আনার ক্ষেত্রে ওয়াতারার চেষ্টা ব্যহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: জান্নাতুল ফেরদৌস

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য