1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মানবতাবিরোধী অপরাধের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড

২২ নভেম্বর ২০১৭

একাত্তরে মুক্তিযুদ্ধ চলার সময় গাইবান্ধায় মানবতাবিরোধী গুরুতর অপরাধের দায়ে জামায়াত নেতা, সাবেক সাংসদ আবু সালেহ মুহাম্মদ আব্দুল আজিজ মিয়াসহ ছয় জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল৷

https://p.dw.com/p/2o2aY
প্রসিকিউটর সায়েদুল হক সুমন
রায়ের পর প্রতিক্রিয়া জানাচ্ছেন প্রসিকিউটর সায়েদুল হক সুমনছবি: bdnews24.com

বুধবার বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল বুধবার এ রায় ঘোষণা করে৷ আসামীদের বিরুদ্ধে আনা অপহরণ, নির্যাতন ও হত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করা হয়৷

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন আব্দুল আজিজ মিয়া, মো. রুহুল আমিন ওরফে মঞ্জু, আবু মুসলিম মোহাম্মদ আলী,  মো. নাজমুল হুদা ও মো. আব্দুর রহিম মিঞা এবং আব্দুল লতিফ৷ তবে রায় ঘোষণার সময় শুধু আব্দুল লতিফ কাঠগড়ায় উপস্থিত ছিলেন৷ বাকিরা এখন পলাতক৷ ট্রাইব্যুনালের রায়ে পলাতক আসামিদের গ্রেপ্তার করে সাজা কার্যকর করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের আইজিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথাও বলা হয়েছে৷

নিয়ম অনুযায়ী রায় ঘোষণার এক মাসের মধ্যে সর্বোচ্চ আদালতে রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে৷

আদালতে উপস্থিত একমাত্র আসামি আব্দুল লতিফের আইনজীবী সাংবাদিকদের জানিয়েছেন, তিনি আপিল করবেন৷ পলাতক পাঁচ আসামিকে আপিল করতে হলে নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ করতে হবে৷

আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এ পর্যন্ত ২৯টি মামলার রায় হয়েছে৷ মামলাগুলোর ৬২ জন আসামির মধ্যে তিন জন বিচারাধীন অবস্থায় মারা যান৷ বাকি ৫৯ জনের সাজা হলেও ৩৬ জন যুদ্ধাপরাধীকে সর্বোচ্চ সাজা, অর্থাৎ মৃত্যুদণ্ড দেয়া হয়েছে৷

এসিবি/ডিজি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য