1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুদ্ধাপরাধের বিচার

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৯ ফেব্রুয়ারি ২০১৩

জামায়াতে ইসলামীসহ যে সব রাজনৈতিক দল এবং সংগঠনের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও স্বাধীনতা বিরোধিতার অভিযোগ আছে, সেই সব দল এবং দলের নেতাদের বিরুদ্ধে আলাদা মামলা হবে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে৷

https://p.dw.com/p/17gSF
ছবি: AP

মানবতা বিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনীতে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান৷ এখন এটি আইনে পরিণত হল৷ এই আইন অনুযায়ী একাত্তরে মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত সংগঠনেরও বিচার হবে৷ কী প্রক্রিয়ায় এই বিচার হবে, সেই প্রশ্নের জবাব ডয়চে ভেলেকে দিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট হায়দার আলি৷ তিনি বলেন, জামায়াতসহ যে সব সংগঠন একাত্তরে মানবতা বিরোধী অপরাধ করেছে, এখন সেই সব সংগঠনের ব্যাপারে তদন্ত করবে ট্রাইব্যুনালের তদন্ত টিম৷ তদন্ত শেষ হলে মামলা হবে৷

ট্রাইব্যুনালে অপরাধ প্রমাণ হলে সংগঠনের বিরুদ্ধে যেমন ব্যবস্থা নেয়া হবে, তেমনি যাদের সিদ্ধান্তে মানবতা বিরোধী অপরাধ হয়েছে এবং যারা এসব অপরাধ করেছেন, তাদেরও শাস্তি হবে৷ ট্রাইব্যুনালে এখন যে সব ব্যক্তির বিরুদ্ধে বিচার চলছে এবং যারা এরই মধ্যে শাস্তি পেয়েছেন, তারাও নতুন মামলা থেকে রেহাই পাবেন না৷

তিনি আরও জানান, জামায়াতসহ অন্যান্য স্বাধীনতা বিরোধী সংগঠন যদি মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ হয়, তাহলে একাত্তরে এর সঙ্গে জড়িতরা ভিন্ন নামেও আর রাজনীতি করতে পারবেননা৷ তবে যে সব ব্যক্তি মানবতা বিরোধী অপরাধে জড়িত নন, তারা ভিন্ন নামে রাজনীতি করতে পারবেন, জামায়াতের নামে নয়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য