1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টিকা পরীক্ষার অনুমতি পেল জার্মান কোম্পানি

১৭ জুন ২০২০

জার্মানির ‘কিওরভ্যাক’ কোম্পানিকে তাদের উদ্ভাবিত করোনার টিকা মানবদেহে পরীক্ষার অনুমতি দেয়া হয়েছে৷ এই নিয়ে জার্মানির দ্বিতীয় একটি কোম্পানি এমন অনুমতি পেল৷

https://p.dw.com/p/3dv3n
ছবি: picture-alliance/Geisler-Fotopress/S. Kanz

টিকা পরীক্ষা ও অনুমোদন দেয়ার জার্মান সংস্থা পাউল এয়ারলিশ ইন্সটিটিউট বুধবার এই তথ্য জানায়৷ এর আগে এপ্রিল মাসে মার্কিন কোম্পানি ফাইজারের সঙ্গে কাজ করা জার্মানির ‘বায়নটেক’ কোম্পানিকেও এমন অনুমতি দেয়া হয়৷

কিওরভ্যাক কোম্পানি ১৬৮ জন স্বেচ্ছাসেবীর উপর পরীক্ষা চালাবে৷ এই মাসেই ১৪৪ জন স্বেচ্ছাসেবীকে টিকা দেয়া হবে৷ প্রাথমিক ফল সন্তোষজনক হলে সেপ্টেম্বর বা অক্টোবরে আরও বড় পরিসরে পরীক্ষা শুরু হবে৷

পাউল এয়ারলিশ ইন্সটিটিউট বলছে, কিওরভ্যাকের পরীক্ষার ফল ‘খুব ভালো' হলে ২০২১ সালের শুরুতে তারা টিকা অনুমোদনের জন্য আবেদন করতে পারবে৷ সেক্ষেত্রে আগামী বছরের মাঝামাঝি টিকা বাজারে আসতে পারে বলে জানিয়েছে কিওরভ্যাক৷

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে, বিশ্বব্যাপী ১১টি কোম্পানি এখন করোনার টিকা মানবদেহে পরীক্ষা করছে৷

গত মার্চ মাসে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কিওরভ্যাক কোম্পানির টিকার একচ্ছত্র স্বত্ত্ব পাওয়ার চেষ্টাকরেছিলেন বলে খবর বেরিয়েছিল৷ অবশ্য মার্কিন প্রশাসন ও কিওরভ্যাক কোম্পানি সেই সময় এই খবর অস্বীকার করেছিল৷

জার্মানির গণমাধ্যম জানাচ্ছে, কিওরভ্যাক কোম্পানি আগামী মাসে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হওয়ার পরিকল্পনা করছে৷

এই অবস্থায় বিদেশিদের হাতে কোম্পানির মালিকানা চলে যাওয়ার আশংকায় ৩০০ মিলিয়ন ইউরো দিয়ে কিওরভ্যাকের ২৩ শতাংশ অংশ কেনা হবে বলে জানিয়েছে জার্মানির অর্থনীতি বিষয়ক মন্ত্রণালয়৷

জেডএইচ/কেএম (এএফপি, ডিপিএ, রয়টার্স)

১৪ জুনের ছবিঘরটি দেখুন..

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য