1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বদলে নিন ক্ষতিকর অ্যাপ

১৮ জানুয়ারি ২০১৭

অ্যাপ আমরা ব্যবহার করি নানা কারণে৷ কিন্তু কখনো ভেবেছেন, এগুলো আমাদের ব্যক্তিগত তথ্য কতটা দখল করছে? বা সেগুলো কোন কাজে ব্যবহার করছে? প্রচলিত অ্যাপগুলো যাতে আপনার ক্ষতি না করতে পারে, সেজন্য বিকল্প তৈরি করছেন একদল তরুণ৷

https://p.dw.com/p/2Vtvs
প্রতীকী ছবি
ছবি: DW

স্মার্টফোন মানেই অ্যাপ!

ডিজিটাল টিকিটের ব্যবহারকারী ক্রমশ বাড়ছে৷ আর তারা সেগুলো ওয়ালেট অ্যাপে জমা রাখছেন৷ বোর্ডিং পাস থেকে শুরু করে সিনেমার টিকিট অবধি সবই সহজে রাখা যায় অ্যাপটিতে৷ কিন্তু ওয়ালেটে রাখা কন্টেন্ট অ্যাপ-নির্মাতারাও দেখতে পারেন৷ সেখানে জমা রাখা তথ্য দিয়ে কী করা হয় তা জানেন না ব্যবহারকারীরা৷

প্রোগ্রামার লিগি নতুন এক ওয়ালেট অ্যাপের মাধ্যমে সে সমস্যার সমাধান করছেন৷ পাস অ্যান্ড্রয়েড কোনো ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে না৷ এবং সেটা ওপেনসোর্স৷ অর্থাৎ সোর্সকোড সবাই দেখতে পারেন৷ প্রচলিত অনেক অ্যাপ সম্পর্কে সন্দিহান তিনি৷ লিগি বলেন, ‘‘ওপেনসোর্সড নয়, এমন অ্যাপে ভরসা করা যায় না৷ আর ওপেনসোর্স অ্যাপ বিশ্বাস করা যায় কেননা সেটির সত্যতা পরীক্ষার সুযোগ আছে৷''

ক্যানাডা সরকারের জন্য পরিচালিত এক জরিপে দেখা গেছে, ৭৫ শতাংশ অ্যাপ ব্যবহারকারীর লোকেশন, কন্টাক্টসহ ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে৷ এমনকি সেসব তথ্য সফটওয়্যারটির জন্য প্রয়োজনীয় না হলেও৷ সেসব তথ্য অধিকাংশক্ষেত্রে বিজ্ঞাপনের কাজে ব্যবহার করা হয় কিংবা তৃতীয় কোনো পক্ষকে দেয়া হয়৷ 

পাসঅ্যান্ড্রয়েড কোনো ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে না৷ ফ্রি অ্যাপটি অনেকে ব্যবহার করেন৷ গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যায়৷ ওপেনসোর্স অ্যাপের ভাণ্ডার এফ-ড্রয়েডেও এটি পাওয়া যায়৷ লিগি বলেন, ‘‘একদিন ব্যাপক ডাটালিক ঘটবে এবং মানুষ আরো সচেতন হবে৷ কিন্তু কতক্ষণের জন্য? অবশ্যই এর বিকল্প দরকার৷ আর যদি বিকল্প না থাকে এবং আপনি কিছুই করতে না পারেন, তাহলে অধিকাংশই সেটা নেবে না৷''

তবে অনেক জনপ্রিয় অ্যাপেরই বিকল্প ইতোমধ্যে তৈরি হয়েছে৷ যেমন ফ্রি নেভিগেশন অ্যাপ ওএসম্যান্ড৷ এটি ওপেন স্ট্রিট ম্যাপের মাধ্যমে কাজ করে যা তৈরি হয়েছে সমন্বিত উদ্যোগে এবং ওপেনসোর্স৷ ট্রান্সপোর্টার আরেকটি সমন্বিত উদ্যোগ৷ এই অ্যাপটি বিশ্বের বিভিন্ন শহরের গণপরিবহণ ব্যবহার সহজ করে দিয়েছে৷ আরো আছে ফ্রি ওপেনসোর্স ইমেল প্রোগ্রাম কে-নাইন যা অসংখ্যবার ডাউনলোড হয়েছে৷

আদর্শগত বা বাণিজ্যিক – যে কারণেই তৈরি হোক না কেনো, বর্তমানের তথ্য চুষে নেয়া অ্যাপের বিকল্প রয়েছে৷ আর বিনা পয়সাতেই তা পাওয়া যায়৷ 

ফিলিপ ক্রেশম্যার/এআই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান