1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঘর বাঁচাতে মরিয়া ওরাং উটাং

১১ জুন ২০১৮

একটা ওরাং উটাং তার বাসস্থান রক্ষায় একটি বুলডোজারের সঙ্গে লড়াই করছে, এমন একটি ভিডিও গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে ফেসবুকে ছাড়া হয়৷ ভিডিওটি নাড়া দিয়েছে সবাইকে৷

https://p.dw.com/p/2zGIu
Indonesien Orang-Utans im Bukit Tigapuluh Nationalpark
ছবি: I. Sieg

কারো ঘর যদি অন্য কেউ এসে ভেঙ্গে ফেলে, তাহলে সে নিশ্চয়ই অনেক কষ্ট পাবে৷ চেষ্টা করবে লড়াই করে তার ঘরটা টিকিয়ে রাখতে৷ ঠিক তাই করার চেষ্টা করেছে একটি ওরাং উটাং৷ বানর প্রজাতির এই প্রাণীটি পৃথিবীতে ঝুঁকিতে থাকা অন্যতম একটি প্রজাতি৷

ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ায় ২০১৩ সালে৷ কিন্তু ভিডিওটি প্রকাশিত হয়েছে গেল সপ্তাহে বিশ্ব পরিবেশ দিবসে৷ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল অ্যানিমেল রেসকিউ নামের একটি সংস্থা৷

সেখানে সংস্থাটি লিখেছে, ‘‘এই ওরাং উটাংটি বুলডোজারের ধ্বংসাত্মক ক্ষমতার বিরুদ্ধে পাগলের মতো লড়ছে৷''

ফেসবুকে প্রকাশিত মাত্র ৩০ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যাচ্ছে, দুর্বল হাতে একটি বিরাট বুলডোজারকে গাছ কাটতে দিতে চাইছে না ওরাং উটাংটি

ভিডিওটি অনেককেই আহত করেছে৷ একজন মন্তব্য করেছেন, ‘‘খুব কষ্ট লাগছে এই ভিডিওটি দেখে৷ ওরাং উটাংটি তার ঘরটি বাঁচাতে চাইছে৷ যে কোনো মানুষও তার ঘরের জন্য এমনটিই করতেন৷''

ইন্টারন্যাশনার অ্যানিমেল রেসকিউ-র সদস্যরা এই প্রাণীটিকে উদ্ধার করেছেন৷ পরিবেশবাদী সংস্থা ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডের হিসেবে, গেল ষাট বছরে এই প্রজাতির বানরদের সংখ্যা কমেছে অন্তত ৫০ ভাগ৷

ইন্দোনেশিয়ায় ক্রমাগত বন কাটার ফলে এমন অনেক প্রাণীর বসতি ঝুঁকির মুখে পড়েছে৷

ভিডিওটি শেয়ার হবার পর গেল শনিবার পর্যন্ত ৪ লাখ ৪৫ হাজার বার দেখা হয়েছে৷ শেয়ার হয়েছে প্রায় দশ হাজার বার৷ 

জেডএইচ/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান