1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তাজমহলে রামলীলার আসর

অনিল চট্টোপাধ্যায় ভারত
৬ ফেব্রুয়ারি ২০১৮

হিন্দুত্ববাদীদের দাপটের বুঝি আর শেষ নেই৷ উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথের বিজেপি সরকার এবার বিশ্ববিখ্যাত তাজ মহোৎসব অনুষ্ঠান শুরু করতে চলেছেন রামলীলা দিয়ে৷ এই বিতর্ককে ঘিরে আবারো জমে উঠেছে ভারতের রাজনীতি৷

https://p.dw.com/p/2sC6u
Taj Mahal
ছবি: DW/S. Bandopadhyay

যোগী আদিত্যনাথ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হবার পর গোটা রাজ্যকে মুড়ে দিয়েছেন গৈরিক রঙে৷ মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে সচিবালয়, স্কুল-কলেজ থেকে পাবলিক শৌচালয় – সবখানেই রাতারাতি গেরুয়া রঙের হোলি খেলা৷ তবে সম্ভবত কোনো বিশেষ কারণে যমুনা তীরে সাড়ে তিনশ' বছর আগে মোঘল সম্রাট শাহজাহানের নির্মিত তাজমহলের মতো বিশ্ববিখ্যাত সমাধি সৌধকে গেরুয়া রঙে রাঙানো থেকে পিছিয়ে গেছেন তিনি৷ কিন্তু তাজমহলের গায়ে হিন্দুরষ্ট্রের কোনো ছাপ থাকবে না, তা কি হয়? শত হলেও রাজ্যে হিন্দু জাতীয়তাবাদী বিজেপি সরকার৷ তাই কৌশল পালটে তাজমহলের গায়ে লাগানো হচ্ছে রামের মহিমা৷

সেই উপলক্ষ্যে তাজ-মহোত্সবকে মুখরিত করতে চলেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাম-বন্দনা দিয়ে৷ তাজ-মহোৎসব শুরু হচ্ছে ১৮ই ফেব্রুয়ারি৷ চলবে ২৭শে ফেব্রুয়ারি পর্যন্ত৷ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের রাজ্যপাল রাম নায়েক এবং মুখ্যমন্ত্রী স্বয়ং৷ অনুষ্ঠানে থাকবে শ্রীরাম অবলম্বনে নৃত্যনাটিকা৷ পরিবেশন করবে শ্রীরাম ভারতী কলা কেন্দ্র৷

উল্লেখ্য, মাসখানেক আগে উত্তর প্রদেশের এক বিজেপি সাংসদ তাজমহলকে গুঁড়িয়ে দেবার হুমকি দিয়েছিলেন প্রকাশ্যে৷ মুসলিম স্থাপত্যকে এত বড় করে দেখানোর কী আছে? ভারতীয় সংস্কৃতির এটি নাকি এক কলঙ্ক দাগ৷ বানিয়েছিলেন বহিরাগত বিশ্বাসঘাতক শাসক৷ পাশাপাশি আদিত্যনাথ সরকার রাজ্যের পর্যটন পুস্তিকা থেকে আগ্রার ঐতিহাসিক দ্রষ্টব্য স্থান হিসেবে তাজমহলকে বাদ দিয়ে তুলে ধরেছেন অযোধ্যাকে, তাও আবার সাংস্কৃতিক তথা পর্যটন কেন্দ্র হিসেবে৷

এই নিয়ে রাজনীতির জল ঘোলা হয়েছে৷ জন অসন্তোষের চাপে গত মাসে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সস্ত্রীক তাজমহল দেখাতে নিয়ে গিয়েছিলেন যোগী আদিত্যনাথ৷ রাজ্যের সমাজবাদী পার্টি তাজমহলকে নিয়ে এহেন রাজনীতি করার তীব্র সমালোচনা করে বলেছে, আগ্রার তাজমহল বিশ্বের সপ্তম আশ্চর্য৷ ইউনেস্কো ১৯৮৩ সালে তাজমহলকে দিয়েছে হেরিটেজ সাইটের মর্যাদা৷ তাই ভারতের গৌরব নিয়ে রাজনীতি করার কোনো অর্থ হয় না৷

এর পালটা জবাব দিতে বিজেপি সামনে এনেছে রাজ্যের মন্ত্রী সংখ্যালঘু নেতা মহসিন রাজাকে৷ তিনি মনে করেন, রাম সকলের আদর্শ৷ এই নিয়ে কোনো বিরোধ নেই৷ বিরোধীরা যদি পাকিস্তানে রাম-বন্দনা করাতে পারে, তাহলে সেখানেও আমরা যেতে রাজি৷ আগ্রার ছ'জন আইনজীবী আদালতে এক জনস্বার্থ মামলায় দাবি করেছেন যে, তাজমহলের জায়গাটা আসলে ছিল হিন্দু দেবতা শিবের মন্দির৷ এর স্বপক্ষে অনেক ঐতিহাসিক তথ্য-প্রমাণ নাকি তাঁদের হাতে রয়েছে৷ কাজেই আদালতের উচিত হবে এটাকে হিন্দু মন্দির হিসেবে ঘোষণা করা৷ কেন্দ্রীয় সরকারের সাংস্কৃতিক মন্ত্রী মহেশ শর্মা অবশ্য এই দাবি খারিজ করে বলেছেন, এর স্বপক্ষে উপযুক্ত তথ্য-প্রমাণ সরকারের হাতে নেই৷

ড. বুদ্ধদেব ঘোষ

এই প্রসঙ্গে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সের অধ্যাপক বুদ্ধদেব ঘোষের অভিমত জানতে চাইলে ডয়চে ভেলেকে উনি বলেন, ‘‘মোদী বা বিজেপিকে ছেড়ে দিন৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূমের সিউড়িতে পুরোহিতদের ডেকে ডেকে গীতা দেওয়া, তাজমহলের ভেতরে রামলীলা করা – এই দু'টোর মধ্যে কি কোনো তফাত আছে? গণতন্ত্রে যেসব ন্যূনতম কাজগুলো করার দরকার ছিল, সেই বোধটাই তো আমাদের মধ্যে গড়ে উঠেনি৷ তা না হলে এই ধরনের নেতা-নেত্রীরা রাজনীতিতে উঠে আসে কী করে? বিশেষ করে তাঁরা, যাঁরা এ ধরনের বিভাজন সৃষ্টি করেন?''

ক্ষোভের সঙ্গে ডয়চে ভেলেকে তিনি আরো বলেন, ‘‘দেশে প্রকৃত ধর্মনিরপেক্ষতা গড়ে তুলতে পারলাম না৷ সাংস্কৃতিক অবক্ষয়ের শিকার হলাম৷ তাই খবরের কাগজে লিখে বা রেডিওতে বলে আর কিছু হবে না৷'' তাঁর কথায়, ‘‘ধর্মনিরপেক্ষতার অর্থ এই নয় যে অন্যায় কথাবার্তা বললেও মুখ বুজে সহ্য করতে হবে৷ সেটা ধর্মে থাকলেও এটা অন্যায়৷ যিশুখৃষ্ট বললেও অন্যায়, মহম্মদ বললেও অন্যায়, মুনিঋষিরা বললেও অন্যায়৷ নন-ইস্যুকে ইস্যু করে হৈ চৈ করা হচ্ছে৷ তাজমহলে রামলীলা করা কি রাজনৈতিক ইস্যু হতে পারে? অথচ দেখুন, দারিদ্র্য, বেকারি, অসাম্য রাজনৈতিক ইস্যুতে জায়গা পাচ্ছে না৷''

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য