1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তাপস-আতিকের জয়, ভোট ৩০ শতাংশেরও কম

১ ফেব্রুয়ারি ২০২০

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। দক্ষিণেও জয় পেয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস।

https://p.dw.com/p/3X9EN
Bangladesch Wahlen Wahlkampf 2018 Awami Muslim League
ছবি: DW/M. Mostafigur Rahman

ঢাকা উত্তর সিটি

বাংলাদেশ সময় রাত পৌনে তিনটার দিকে রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম উত্তর সিটির চূড়ান্ত ফল ঘোষণা করেন বলে জানিয়েছে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

ঘোষিত ফলে দেখা যায়, নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে পৌনে দুই লাখের বেশি ব্যবধানে জয়ী হয়েছেন আতিকুল ইসলাম। নৌকা প্রতীকে আতিকুল পেয়েছেন ৪ লাখ ৪৭ হাজার ২১১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির তাবিথ আউয়াল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ লাখ ৬৪ হাজার ১৬১ ভোট।

ঢাকা উত্তরে মোট ভোটার ছিলেন ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন। এর মধ্যে ৭ লাখ ৬০ হাজার ৬৫৮ জন ভোট দিয়েছেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। অর্থাৎ ভোটার উপস্থিতি ছিল কেবল২৫ দশমিক তিন শতাংশ

ঢাকা দক্ষিণ সিটি

উত্তরের চেয়ে দুই ঘণ্টা আগেই ফল প্রকাশ হয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, বাংলাদেশ সময় পৌনে একটার দিকে চূড়ান্ত ফল প্রকাশ করেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন।

কাকতালীয়ভাবে এই সিটিতেও আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপস তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে পৌনে দুই লাখ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফল অনুযায়ী নৌকা প্রতীকে শেখ ফজলে নূর তাপস পেয়েছেন ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট।

এই সিটির নির্বাচনে ভোটার উপস্থিতি ২৯ শতাংশ বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

এডিকে/এফএস (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)