1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দামেস্কে বিস্ফোরণ, নিহত অন্তত ১৪

২১ অক্টোবর ২০২১

ভয়াবহ বিস্ফোরণ সিরিয়ার দামেস্কে। নিহত সেনা এবং শিশু। আহত বহু। পাল্টা এয়ার স্ট্রাইক সিরিয়া সরকারের।

https://p.dw.com/p/41wjH
সিরিয়া
ছবি: SANA/AP/picture alliance

বুধবার স্থানীয় সময় সকালে সিরিয়ার দামেস্কে একটি বাসে ভয়াবহ বিস্ফোরণ হয়। ওই বাসটিতে সেনা জওয়ানদের নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গেছে। নিহতদের অধিকাংশই সেনা। তবে বাসের সামনে বেশ কিছু স্কুলের শিশু এবং তাদের শিক্ষক ছিল বলে জানা গেছে। চারজন শিশু এবং শিক্ষকের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। এখনো বহু ছাত্র হাসপাতালে ভর্তি বলেও জানিয়েছে তারা।

ঘটনার পরেই বিদ্রোহী অধ্যুষিত ইডলিবে একের পর এক বিমানহানা শুরু করে সিরিয়ার সরকার। সেখানে উদ্ধারকারী স্বেচ্ছাসেবকরা জানিয়েছেন, অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যেও শিশুরা আছে।

ঘটনার সূত্রপাত বুধবার সকালে। সেনা জওয়ানদের নিয়ে দামেস্কে যাচ্ছিল বাসটি। পুলিশের বক্তব্য, উচ্চ ক্ষমতাসম্পন্ন বোমাটি আগে থেকেই বাসে লাগানো ছিল। দামেস্কের কেন্দ্রস্থলে তাতে বিস্ফোরণ হয়। আশপাশেও তার তীব্রতা অনুভূত হয়। আহতদের অধিকাংশই বাসের আশপাশে ছিলেন। দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্তত ৩০ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি বলে জানা গেছে।

বিস্ফোরণের এক ঘণ্টার মধ্যেই পাল্টা শেলিং শুরু করে সিরিয়ার সরকার। বিমান হামলাও চালানো হয়। ইডলিবের সেই বিমান হামলায় অন্তত ১২ জনের মৃত্যু হয়।

গত ১০ বছর ধরে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে। তবে দামেস্কে এত বড় বিস্ফোরণ এই প্রথম। এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী ওই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

এসজি/জিএইচ (রয়টার্স, সানা)