1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের খেলা যেখানে, জুয়েলও সেখানে

১৯ জুন ২০১৯

এখন অবধি বাংলাদেশ দলের শ'খানেক খেলা মাঠে গিয়ে দেখেছেন মুরতাহিনবিল্লাহ জুয়েল৷ টাইগাররা হারুক বা জিতুক - সঙ্গে আছে আছেন তিনি৷

https://p.dw.com/p/3KhxD

টাইগাররা হারুক বা জিতুক - সঙ্গে আছে আছেন তিনি

এখন অবধি বাংলাদেশ দলের শ'খানেক খেলা মাঠে গিয়ে দেখেছেন মুরতাহিনবিল্লাহ জুয়েল৷ টাইগাররা হারুক বা জিতুক - সঙ্গে আছে আছেন তিনি৷

কার্ডিফ, ব্রিস্টল, টন্টন - জুয়েলকে দেখা গেল সব জায়গাতেই৷ টাইগারদের খেলা শুরুর আগে হন্তদন্ত হয়ে স্টেডিয়ামের দিকে ছুটতে দেখা যায় তাঁকে৷ বাংলাদেশ দলের প্রতীক বাঘের আদলে তৈরি কস্টিউম এবং মাথায় গামছা ও জাতীয় পতাকার রঙে রাঙানো বাঙালি কৃষকের হুট পরে মাঠে হাজির থাকেন তিনি৷

জুয়েল জানালেন, এখন অবধি টাইগারদের শ'খানেক আন্তর্জাতিক ম্যাচ মাঠে বসে দেখেছেন তিনি৷ যেখানেই দল খেলছে, সেখানেই হাজির হন এই ব্রিটেনপ্রবাসী বাংলাদেশি৷ হবিগঞ্জে একটি ক্রিকেট ক্লাবের সঙ্গেও সম্পৃক্ত তিনি৷

গত একযুগে বাংলাদেশ দলের উন্নতি দেখে গর্বিত জুয়েল৷ যেকোন বড় দলই এখন টাইগারদের সমীহ করে, এটাকেই তিনি বড় প্রাপ্তি মনে করেন৷

টাইগাররা হারুক বা জিতুক - সঙ্গে আছে আছেন তিনি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য