1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিনিস্কার্ট পরলে জরিমানা!

২৬ অক্টোবর ২০১০

অশ্লীলতার সংজ্ঞা কী? দেশ কিংবা সংস্কৃতি ভেদে বোধহয় এর ফারাক আছে৷ ইউরোপের নানা দেশে নিকাব নিষিদ্ধ নিয়ে যখন তোলপাড় চলছে, তখন ইটালির একটি শহর ঠিক উল্টোপথেই হাটা ধরলো৷

https://p.dw.com/p/PnvS
মিনিস্কার্ট ও হাইহিল, ফ্যাশন দুরস্ত নারীর অন্যতম আকর্ষণছবি: picture alliance / dpa

নারীদের হাটু খোলা স্কার্ট, এটা পশ্চিমা দেশগুলোতে খুবই স্বাভাবিক ব্যাপার৷ কিন্তু যুগের হাওয়ার তালে এই স্কার্টও শর্ট থেকে মিনি অনেক ক্ষেত্রে মাইক্রো মিনি আকার ধারণ করেছে৷ কারো কাছে হয়তো এটা স্বাভাবিক আবার কারো কাছে এটাই হয়তো অত্যন্ত দৃষ্টিকটু৷ ইটালির ছোট্ট একটি শহর ক্যাস্তেলামারে দি স্তাবিয়া, সেখানকার মেয়র লুইগি বোব্বিও-র কাছে যে এটা দৃষ্টিকটু সেটা বোঝা যাচ্ছে৷ কারণ সম্প্রতি তাঁর শহরে তিনি যে আইন করেছেন তাতে মেয়েদের মিনিস্কার্ট পরতে এখন বেশ অসুবিধাই হবে৷

Junge Designer in Düsseldorf Ümit Ünal
এটাও তো ফ্যাশন, নাকি?ছবি: AP

মেয়র লুইগি বোব্বিওর নতুন আইন, ক্যাস্তেলামারে শহরে এখন থেকে উত্তেজক বা খোলামেলা কোন পোশাক পরা যাবে না৷ তবে খোলামেলা বলতে কি বোঝাচ্ছেন সেটি কিন্তু পুরোপুরি খোলাসা করেননি মেয়র বোব্বিও নিজেও৷ অন্যদিকে ইটালির সংবাদ মাধ্যমগুলো লিখছে, নতুন এই আইনের ফলে কোন মেয়ে এখন থেকে মিনিস্কার্ট, বুক খোলা শার্ট এবং হাই হিল পরতে পারবে না৷ কোনটা শর্টস্কার্ট আর কোনটা মিনিস্কার্ট সেটা এতদিন ফ্যাশন ডিজাইনাররা ঠিক করে দিতেন, তবে এখন থেকে ক্যাস্তেলামারে শহরে এটি ঠিক করবেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা৷ জানা গেছে, নতুন আইন ভেঙ্গে কেউ যদি খোলামেলা পোশাক পরে তাহলে তাকে সর্বোচ্চ ৫০০ ইউরো পর্যন্ত জরিমানা দিতে হবে৷

এদিকে নতুন এই আইনে খেপেছেন সেখানকার সরকার বিরোধী গণতন্ত্রী দলের নারী সদস্যরা৷ তাঁরা ইতিমধ্যে ক্যাস্তেলামারের নতুন আইনের বিরুদ্ধে মিনিস্কার্ট দিবস পালন করেছেন৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য