1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুক্তিযুদ্ধ নিয়ে প্রথম অ্যানিমেটেড চলচ্চিত্রের টিজার

২৮ মার্চ ২০১৯

বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে একটি অ্যানিমেটেড মুভি নির্মাণ করছেন ওয়াহিদ ইবন রেজা৷ সম্প্রতি ইউটিউবে এর একটি টিজার প্রকাশ করা হয়েছে৷ আগামী বছর এটি মুক্তি পেতে পারে৷

https://p.dw.com/p/3Fn4c
Bangladesch The Liberation War Museum Dhaka
ছবি: DW/M.M. Rahman

ওয়াহিদ ইবন রেজা একজন মুক্তিযোদ্ধার সন্তান৷ বাবা সাবেক মন্ত্রী অধ্যাপক রেজাউল করিমের কাছ থেকে মুক্তিযুদ্ধের গল্প শুনে তাঁর বেড়ে ওঠা৷

বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, ওয়াহিদ ইবনে রেজা বর্তমানে হলিউডের বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান সনি পিকচার্স ইমেজওয়ার্কসে অ্যাসোসিয়েট প্রডাকশন ম্যানেজারের দায়িত্ব পালন করছেন৷ ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস' ছবির প্রজেক্ট কো-অর্ডিনেটর ছিলেন তিনি৷ এছাড়া ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার' ও ‘ডক্টর স্ট্রেঞ্জ'-এর মতো চলচ্চিত্রের ভিজ্যুয়াল টিমে কাজ করেছেন তিনি৷

‘সারভাইভিং ৭১' শীর্ষক ছবিটি ধ্রুব ও আক্কু নামের দুই বন্ধুর গল্প নিয়ে তৈরি হচ্ছে৷ কেমন ছিল তাদের চোখে মুক্তিযুদ্ধ, তা নিয়েই এই ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে৷ এছাড়া ছবির গল্পে দুই বন্ধুর সঙ্গে যোগ দেয় আরেক তরুণ চরিত্র রেজাউল, যার চোখেও ছিল ধ্রুব ও আক্কুর মতো স্বাধীন বাংলাদেশের স্বপ্ন৷

‘২ডি' অ্যানিমেশনের মাধ্যমে গোটা ছবিটি তৈরি করা হচ্ছে, যা বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে প্রথম৷

গত ২৫ মার্চ ইউটিউবে মুক্তি পেয়েছে ছবিটির দেড় মিনিট দীর্ঘ টিজার৷ ছবিটির অফিশিয়াল ফেসবুক পেজেও রয়েছে এই টিজার ভিডিও৷

ইতিমধ্যে, টিজারে ব্যবহৃত অসাধারণ সংগীত, আন্তর্জাতিক মানের অ্যানিমেশন এফেক্ট ও বিষয়বস্তুর প্রয়োজনীয়তা সব মিলিয়ে ‘সারভাইভিং ৭১'-কে ঘিরে উত্তেজনা বাড়ছে৷

এসএস/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য