1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রবিবার কমনওয়েলথের গালা উদ্বোধনের জন্য তৈরি দিল্লি

৩ অক্টোবর ২০১০

কমনওয়েলথ তৈরি৷ আজ দুপুর আড়াইটেয় গালা উদ্বোধন৷ কী হবে উদ্বোধনে? কোনও খবর নেই৷ দিল্লীতে হাজির প্রিন্স চার্লস শনিবারেই৷ উদ্বোধনে থাকবেন রাষ্ট্রপতি প্রতিভা পাটিলও৷ নিরাপত্তাও টানটান৷

https://p.dw.com/p/PT3c
শেষ মুহূর্তের প্রস্তুতি চলছেছবি: AP

কী হবে উদ্বোধনে?

সংবাদমাধ্যম তো নয়ই, উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতিতে একটি অবাঞ্ছিত মাছিও গলতে পারে নি৷ কারণ, কাউকে জানাতে চায় না ভারত, তারা কী করবে৷ তবে শোনা যাচ্ছে, বলিউডি ধামাকা কিছু থাকছে না৷ শুধু ভারতের সুপ্রাচীন সংস্কৃতি আর ইতিহাসের একটা ঝলক দেখা যাবে এই অনুষ্ঠানের নাচগান আর বাজনায়৷

প্রস্তুতি নিয়ে নানা প্রশ্ন

শনিবারেও সাংবাদিকরা ছেঁকে ধরেন প্রতিযোগীদের ভিলেজের দায়িত্বে থাকা সংগঠনের মুখপাত্রী সৌমা মোরিয়াকে৷ তার আগে বেশ কিছু ভিনদেশি অ্যাথলিটের বিরক্তি এবং অভিযোগের কথা শোনা গেছে শনিবারেও৷ সৌমা জানান, কাজ চলছে সব ঠিক হয়ে যাবে৷ আর স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের দপ্তর জানিয়েছে, কমনওয়েলথ গেমসের নিরাপত্তার যাবতীয় বিষয় পুরোদস্তুর নিয়ন্ত্রণে রয়েছে৷

Commonwealth Games in Neu Delhi Flash-Galerie
উদ্বোধনে এরাও থাকছেনছবি: AP

উদ্বোধক

পদাধিকার বলে ইংল্যান্ডের রাণী দ্বিতীয় এলিজাবেথই এই গেমসের উদ্বোধক৷ কিন্তু তিনি হাজির থাকছেন না, তাই তাঁর পুত্র প্রিন্স চার্লস রাণীর ‘ব্যাটন মেসেজ' বা বার্তা পড়ে শোনাবেন এবং গেমসের উদ্বোধন করবেন, এমন শোনা যাচ্ছিল৷ দুপুরের দিকে সংবাদমাধ্যমে রটে যায়, নাঃ! মঞ্চে ভারতের রাষ্ট্রপতি প্রতিভা প্যাটেলও থাকবেন৷ তাঁর হাত দিয়েই মূল উদ্বোধন হবে৷ শেষ পর্যন্ত কে কী দায়িত্ব নেবেন, তা আজ দুপুরের আগে বলা কঠিন৷ আর হ্যাঁ, সবকটা আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেল সরাসরি এই উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার করবে৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য