1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লুপ্তপ্রায় প্রজাতির সুরক্ষায় অভিনব উদ্যোগ

১৬ মার্চ ২০২১

পৃথিবীতে প্রতিদিন সর্বোচ্চ দেড়শো প্রজাতি বিলুপ্ত হচ্ছে৷ জীববৈচিত্র্যের এমন ভয়াবহ অবক্ষয় রুখতে বিজ্ঞানীরা ক্লোনিং-সহ নানা প্রযুক্তি প্রয়োগের উদ্যোগ নিচ্ছেন৷ তবে অবশিষ্ট প্রজাতিগুলির অস্তিত্ব রক্ষায় আরও উদ্যোগের প্রয়োজন৷

https://p.dw.com/p/3qgLq
প্রতীকী ছবিছবি: picture alliance/AP Photo/Jin Liwang

নির্দিষ্ট ক্লোনিং প্রক্রিয়ার মাধ্যমে এমন জিন ফিরিয়ে আনা সম্ভব, যা বাস্তবে লুপ্ত হয়ে যেতো৷ এভাবে জিন পুল আরও শক্তিশালী করে তোলা যায়৷

এর মাধ্যমে কোনো লুপ্রপ্রায় প্রজাতির আন্তঃপ্রজনন ও রোগব্যাধীর মতো ধাক্কা সামলানোর ক্ষমতা বাড়ানো যেতে পারে৷ ক্লোনিং এমনকি জলবায়ু পরিবর্তনের কুপ্রভাবের সঙ্গে মানিয়ে নিতেও সহায়তা করতে পারে৷

কমে চলা জীববৈচিত্র্য আমাদের অস্তিত্ব বিপন্ন করে তুলছে৷ এর ফলে পরাগায়ন প্রক্রিয়া এবং খাদ্য ও পানির মতো মৌলিক সম্পদ হুমকির মুখে পড়ছে৷ বিশেষ করে দরিদ্র দেশগুলি এর ফলে সম্ভবত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে৷

একের পর এক প্রজাতি নাটকীয় হারে বিলুপ্ত হয়ে যাচ্ছে৷ গত শতাব্দীর সত্তরের দশক থেকে জীববৈচিত্র্য প্রায় ৬০ শতাংশ কমে গেছে৷ বর্তমানে প্রতিদিন সর্বোচ্চ দেড়শো প্রজাতি চিরকালের জন্য উধাও হয়ে যাচ্ছে৷

গোটা বিশ্বের গবেষকরা আরও সচেতন হয়ে গবেষণাগার, চিড়িয়াখানা ও জিন ব্যাংক থেকে যতটা সম্ভব জিনের উপাদান সংগ্রহ করছেন৷ ‘ফ্রোজেন আর্ক’ উদ্যোগের প্রতিনিধি এড লুইস বলেন, ‘‘হাতে আর সময় নেই৷ আমি নিশ্চিত, যে অনেক প্রজাতির অস্তিত্ব এখনই আর রক্ষা করা সম্ভব নয়৷ পুরোপুরি বিলুপ্ত হবার আগে ডিএনএ সংরক্ষণ শেষ উপায়৷ এভাবে কমপক্ষে জিনগত উত্তরাধিকার হাতে রাখা সম্ভব৷’’

প্রতিদিন সর্বোচ্চ দেড়শো প্রজাতি বিলুপ্ত হচ্ছে

এড লুইস ব্রিটেনের বিশ্ববিদ্যালয়, মিউজিয়াম ও চিড়িয়াখানা পরিচালিত এক জিন ব্যাংকের সহ প্রতিষ্ঠাতা৷ এই সংগঠন এখনো পর্যন্ত ৪৮ হাজারেরও বেশি নমুনা সংগ্রহ করেছে৷

ক্লোনিংয়ের ক্ষেত্রে বেশিরভাগ গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষা এখনো পর্যন্ত মূলত অ্যামেরিকার মতো পশ্চিমা বিশ্বের কোনো দেশে ঘটলেও গোটা বিশ্বের অনেক দেশের সরকারও ডিএনএ ভাণ্ডার বাড়িয়ে চলেছে৷

ভারত, চীন থেকে শুরু করে অ্যামাজন অঞ্চলে গবেষকরা লুপ্তপ্রায় প্রাণীর নমুনা সংগ্রহ করে চলেছেন৷ প্রযুক্তির সাহায্যে অবস্থার উন্নতির চেষ্টা চলছে৷ ‘ফ্রোজেন আর্ক’ উদ্যোগের প্রতিনিধি এড লুইস বলেন, ‘‘কমপক্ষে এই সব তথ্য পেলেও সুবিধা হয় বৈকি৷ একটি প্রজাতি বাঁচানো গেলেও পরিশ্রম সার্থক৷

ক্লোনিং আসলে কৃত্রিম প্রজননের একটি অংশমাত্র৷ ইন ভিট্রো ফার্টিলাইজেশনের মতো বিকল্প গর্ভধারণ পদ্ধতি এবং সম্প্রতি ‘জিন এডিটিং’-এর মতো প্রক্রিয়াও এর অংশ হয়ে পড়েছে৷

গোটা বিশ্বে প্রায় এক হাজার চিড়িয়াখানা ও গবেষণা প্রতিষ্ঠান বন্য প্রাণীর কৃত্রিম প্রজনন নিয়ে কাজ করছে৷ এর মধ্যে চারটি প্রকল্পের আওতায় ক্লোনিং পদ্ধতির মাধ্যমে প্রকৃতি সংরক্ষণের উদ্যোগ চলছে৷

জিনগত বৈচিত্র্য ধরে রাখার প্রতিযোগিতা পুরোদমে চলছে৷ ক্লোনিং পদ্ধতির মাধ্যমে কিছু প্রজাতির অস্তিত্ব রক্ষা করা অবশ্যই সম্ভব হবে৷ তবে বিশেষজ্ঞদের মতে, এই পদ্ধতির বিশাল ব্যয় এবং এর দীর্ঘমেয়াদী প্রভাব অজানা থাকার কারণে অবশিষ্ট প্রজাতিগুলির অস্তিত্ব রক্ষা করা অনেক বেশি কার্যকর হবে৷

আমরা এখন যা হারাচ্ছি, কখনো কি তা আবার ফিরে পাবো?

এমন প্রশ্নের ভিত্তিতে প্রযুক্তির উন্নতি ঘটতে থাকবে৷ কারণ ভবিষ্যতে অন্তত প্রযুক্তির অস্তিত্ব থেকে যাবে৷

অদিতি রাজাগোপাল/এসবি

২০১৮ সালের ডিসেম্বরের ছবিঘরটি দেখুন...