1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে ম্যার্কেল-এর্দোয়ান বৈঠক

২৯ সেপ্টেম্বর ২০১৮

দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক কিভাবে আরো জোরালো করা যায় তা নিয়ে বৈঠক করেছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও তুর্কি প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এর্দোয়ান৷ কোলন শহর সফরের মধ্য দিয়ে এর্দোয়ানের সফর শেষ হবে৷

https://p.dw.com/p/35i2B
ছবি: picture-alliance/dpa/J. Denzel

কোলনে একটি মসজিদ উদ্বোধনের কথা রয়েছে এর্দোয়ানের৷ তাঁর সফরের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে অন্তত ১০ হাজার মানুষের জড়ো হওয়ার কথা শহরটিতে৷

চ্যান্সেলরের এক মুখপাত্র জানিয়েছেন, দুই নেতা ইইউ-তুরস্ক অভিবাসন চুক্তি এবং সিরিয়া সংকট নিয়ে আলোচনার পাশাপাশি ‘অর্থনৈতিক সহযোগিতা' নিয়েও আলোচনা করেছেন৷

এর আগে তুর্কি প্রেসিডেন্টের সম্মানে আয়োজিত এক নৈশভোজে বিতর্কে জড়ান দুই দেশের প্রেসিডেন্ট৷ জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার তুরস্কে আইন ও মানবাধিকার পরিস্থিতির অবনতি নিয়ে দুঃখ প্রকাশ করেন৷ পালটা বক্তব্যে এর্দোয়ান অভিযোগ করেন, ‘হাজার হাজার' জঙ্গিকে আশ্রয় দিচ্ছে জার্মানি৷

তুরস্কে মানবাধিকার সংকট এবং বেশকিছু জার্মান নাগরিককে আটকের ঘটনায় বার্লিন ও আঙ্কারার মধ্যে সম্পর্কে দীর্ঘদিন ধরে তিক্ততার সৃষ্টি হয়ে চলেছে৷ ২০১৬ সালের জুলাইয়ে এর্দোয়ানের বিরুদ্ধে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর বিরোধীদের ওপর দমনপীড়ণের তীব্র নিন্দা জানিয়ে আসছে জার্মানি৷

ম্যার্কেলের সঙ্গে বৈঠকের পর তুর্কি প্রেসিডেন্ট ব্যবসায়ী ও ব্যাংক নেতাদের সঙ্গে বৈঠক করেন৷ সেখানে তুরস্কে জার্মান বিনিয়োগ কিভাবে বাড়ানো যায়, সে নিয়ে আলোচনা হয়৷

তুরস্কের অর্থনীতি অবশ্য বর্তমানে খুব বাজে সময় পার করছে৷ গত কয়েক মাসে মার্কিন ডলারের তুলনায় ৩০ শতাংশ দর হারিয়েছে তুর্কি লিরা

এডিকে/এসিবি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য