1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোর দামে নিম্নগতি

হাফসা হোসাইন৫ সেপ্টেম্বর ২০০৮

ডলারের বিপরীতে আরো কমেছে ইউরোর দাম৷ শুক্রবার দুপুরে লন্ডনের বাজারে ১.৪১ ডলার দামে লেনদেন হয়েছে ইউরো৷ গত ১১ মাসে ডলারের বিপরীতে এটিই ইউরোর সর্বনিম্ন দাম৷

https://p.dw.com/p/FCB3
ডলারের বিপরীতে আরো কমেছে ইউরোর দামছবি: AP

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ইসিবি ইইউ অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাবে বলে পূর্বাভাস দেয়ার পর থেকে কদিন ধরে এমনিতেই পড়তে থাকে ইউরোর দাম৷ তার উপর ইউরোপের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তি জার্মানির শিল্পখাতে উত্‌পাদন জুলাই মাসে আশংকাজনকভাবে কমে যাওয়ার খবরে ইউরোর দামে দেখা দেয় আরো নিম্নগতি৷

EZB Logo
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ইসিবি

জার্মানিতে এই জুলাই-এ শিল্প উত্‌পাদন জুনের চেয়ে কমে গেছে ১ দশমিক ৮ শতাংশ৷ যা পূর্ব অনুমানের চেয়ে ৩ গুণ বেশি৷ এটি জার্মান অর্থনীতিতে ধীরগতির চিত্র আরো পরিস্কার করে তুলেছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা৷

ইসিবি এর আগে অর্থনৈতিক প্রবৃদ্ধি এই অর্থ বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি ১ দশমিক ৮ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছিলো৷ তবে সম্প্রতি তা আরো কমিয়ে আনা হয় ১ দশমিক ৪ শতাংশে৷ আগামী বছর এই হার ১ দশমিক ২ শতাংশে নামবে বলে পূর্বাভাস ইসিবির৷

এদিকে জাপানী ইয়েনের বিপরীতে কমে গেছে মার্কিন ডলারের দাম৷ যুক্তরাষ্ট্রে চাকরিচ্যুতির সংখ্যা ৫ বছরে সর্বোচ্চ হওয়া সংক্রান্ত এক রিপোর্ট প্রকাশের পর ডলারের এই পতন৷ অন্যদিকে বিশ্ব বাজারে কমে গেছে স্বর্ণের দামও৷ বৃহস্পতিবার লন্ডনে আউন্স প্রতি স্বর্ণ বিক্রি হয়েছে ৭৯৪. ১৫ ডলারে৷