1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপে করোনায় মৃত্যু বাড়ার আশঙ্কা

১৫ সেপ্টেম্বর ২০২০

ইউরোপে আবার করোনায় মৃত্যু বাড়ার আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)৷ সংস্থার ইউরোপীয় শাখার প্রধান বলেছেন, ‘‘আমরা আশঙ্কা করছি, কোভিড-১৯-এর সংক্রমণ আবার বাড়বে, তার মানে হলো দুঃখজনকভাবে মৃত্যুও বাড়বে৷’’

https://p.dw.com/p/3iUHd
ডাব্লিউএইচও-র ইউরোপীয় শাখার প্রধান হান্স ক্লুগেছবি: picture-alliance/AA

‘‘এটা এমন এক সময় যখন কোনো দেশই এমন খারাপ খবর শুনতে চায় না’’- এ কথা বলে সোমবার ডাব্লিউএইচও-র ইউরোপীয় শাখার প্রধান হান্স ক্লুগে জানান, ইউরোপে আগামী অক্টোবর এবং নভেম্বর মাসে প্রতিদিন করোনায় মৃত্যুর হার বাড়বে বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ তিনি জানান, ইউরোপে নতুন সংক্রমণের সংখ্যা প্রতিদিন বাড়ছে৷

করোনা ভ্যাকসিন সম্পর্কে তিনি বলেন, ‘‘আমি সবসময়ই শুনছি, ভ্যাকসিন এলেই মহামারির সমাপ্তি ঘটবে, যা একেবারেই সঠিক নয়৷’’ 

ক্লুগে বলেন, ভ্যাকসিন সকলের ক্ষেত্রে একইরকম কাজ করবে কিনা সেটা এখনো স্পষ্ট নয়৷ এমনও প্রমাণ পাওয়া গেছে যে, কারো ক্ষেত্রে ভালো কাজ হয়েছে, আবার অন্যদের বেলায় কোনো উপকারে আসেনি৷

এনএস/এসিবি (এএফপি, রয়টার্স)

২৯ আগস্টের ছবিঘরটি দেখুন...