1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উত্তর আয়ারল্যান্ডে আবার সহিংসতার আশঙ্কা

১০ এপ্রিল ২০২৩

উত্তর আয়ারল্যান্ডে শান্তি ফেরাতে ২৫ বছর আগে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল৷ মার্কিন প্রেসিডেন্টের সফরের আগে নতুন করে উত্তেজনা এড়াতে জোরালো উদ্যোগের অঙ্গীকার করলো ব্রিটেন ও আয়ারল্যান্ড৷

https://p.dw.com/p/4PrnI
উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে আইরিশ ঐক্যের বার্তা দেয়া একটি দেয়ালচিত্র
উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে আইরিশ ঐক্যের বার্তা দেয়া একটি দেয়ালচিত্রছবি: Charles McQuillan/Getty Images

উত্তর আয়ারল্যান্ডে ক্যাথলিক ও প্রোটেস্টান্ট সম্প্রদায়ের মধ্যে প্রায় তিন দশকের উত্তেজনা ও সহিংসতা  বন্ধ করতে ২৫ বছর আগে ‘গুড ফ্রাইডে' চুক্তি স্বাক্ষরিত হয়েছিল৷ প্রায় ৩,৫০০ মানুষ সেই হিংসার বলি হয়েছে৷ ১৯৯৮ সালের ১০ই এপ্রিল থেকে আয়ারল্যান্ডের দ্বীপে যুক্তরাজ্যের এই প্রদেশে তখন থেকে দুই সম্প্রদায়ের মধ্যে ক্ষমতা ভাগ করে নেবার কাঠামো চালু আছে৷ কিন্তু ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করার ফলে সেই শান্তির অন্যতম ভিত্তি নড়ে গেছে৷ আইরিশ প্রজাতন্ত্রের সঙ্গে উত্তর আয়ারল্যান্ডের স্থলসীমার মধ্যে নিয়ন্ত্রণ আগের মতোই প্রায় অদৃশ্য রাখার উদ্যোগের ফলে উত্তর আয়ারল্যান্ডের সঙ্গে ব্রিটিশ ভুখণ্ডের মাঝে সমুদ্রে নতুন এক সীমা গজিয়ে উঠেছে৷ ফলে প্রোটেস্টান্ট সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ বাড়ছে৷ প্রোটেস্টান্ট ডিইউপি দল এক বছরেরও বেশি সময় ধরে প্রাদেশিক সরকারে অংশ নিতে অস্বীকার করে আসছে৷ সেই জটিলতা কিছুটা কমাতে সম্প্রতি ব্রিটেন ও ইইউ এক বোঝাপড়ায় এলেও নতুন করে অশান্তির আশঙ্কা দূর হচ্ছে না৷

এমনই প্রেক্ষাপটে মঙ্গলবার উত্তর আয়ারল্যান্ড সফরে আসছেন আইরিশ বংশোদ্ভূত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন৷ আড়ম্বর ছাড়াই এক সপ্তাহ ধরে ‘গুড ফ্রাইডে’ চুক্তির রজত জয়ন্তি উদযাপন করা হবে৷ ২৫ বছর আগে মার্কিন প্রশাসন সেই প্রদেশে শান্তি ফেরাতে সক্রিয় উদ্যোগ নিয়েছিল৷ বর্তমানে সেই শান্তি অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে৷ গত মাসে ব্রিটেনের এমআইফাইভ গোয়েন্দা সংস্থার এক রিপোর্ট অনুযায়ী অভ্যন্তরীণ সন্ত্রাসবাদের আশঙ্কা তীব্র হয়ে উঠেছে৷ অদূর ভবিষ্যতেই হিংসা শুরু হবে বলে সেই সংস্থা মনে করছে৷ এমনকি বাইডেনের সফরের সময়েও হামলার আশঙ্কা দূর করা যাচ্ছে না৷

ব্রিটেন ও আইরিশ প্রজাতন্ত্রের ভারতীয় বংশোদ্ভূত দুই প্রধানমন্ত্রী নতুন করে উত্তেজনা এড়াতে জোরালো উদ্যোগের ঘোষণা করেছেন৷ ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক দুই দেশের সরকারের মধ্যে সেই সহযোগিতার প্রতি বিশাল আন্তর্জাতিক সমর্থনের উল্লেখ করেন৷ তাঁর মতে, ২৫ বছর আগে সব পক্ষ আপোশ মেনে নিযে সব কঠিন সিদ্ধান্ত নিয়েছিল, সেই মনোভাবের প্রতি সম্মান দেখানো উচিত৷ আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাদকর সুনাকের সঙ্গে মিলে উত্তর আয়ারল্যান্ডে রাজনৈতিক অচলাবস্থা কাটানোর অঙ্গীকার করেছেন৷

গত ২৫ বছরে উত্তর আয়ারল্যান্ডের বাস্তব পরিস্থিতি অনেকটা বদলে গেছে৷ ক্যাথলিক সম্প্রদায়ের জনসংখ্যা তুলনামূলকভাবে বেড়ে যাওয়ায় ব্যালেট বক্সে রাজনৈতিক সমীকরণও আগের মতো নেই৷ গত আঞ্চলিক নির্বাচনে জয়লাভ করে শিন ফেন দল ক্ষমতার নেতৃত্ব দিচ্ছে৷ প্রোটেস্টান্ট ডিইউপি দল সরকারে যোগ না দেওয়ায় অবশ্য অচলাবস্থা চলছে৷ ক্যাথলিক সম্প্রদায়ের মধ্যে আইরিশ প্রজাতন্ত্রের সঙ্গে পুনরেকত্রীকরণের আকাঙ্ক্ষাও বেড়ে চলেছে৷ ফলে ‘গুড ফ্রাইডে' বোঝাপড়া নতুন করে চাঙ্গা করতে না পারলে ভবিষ্যতে উত্তর আয়ারল্যান্ড প্রদেশ ব্রিটেনের হাতছাড়া হয়ে যেতে পারে বলে আশঙ্কা বাড়ছে৷ স্কটল্যান্ডের পাকিস্তানি বংশোদ্ভূত নতুন ‘ফার্স্ট মিনিস্টার' নতুন করে সেই প্রদেশের স্বাধীনতার প্রয়াস চাঙ্গা করে তোলার অঙ্গীকার করায় ব্রিটিশ যুক্তরাজ্যের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে৷

এসবি/এসিবি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য