1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওবামাদের বোমা ‘প্রেরণকারী’ গ্রেফতার

২৭ অক্টোবর ২০১৮

কয়েকদিন আগে সাবেক প্রেসিডেন্ট ওবামাসহ ডেমোক্র্যাট দল ও ট্রাম্পের সমালোচকদের কয়েকজনকে পার্সেলে করে ছোট পাইপ বোমা পাঠানো হয়৷ সেই ঘটনার জেরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে ঐ ব্যক্তিকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা৷

https://p.dw.com/p/37GdX
USA Verdächtiges Paket in CNN-Bürogebäude in New York
ছবি: picture-alliance/ZUMAPRESS.com/G. R. Lopez

কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত ১৩টি বোমা উদ্ধার করা হয়েছে৷ তবে এমন বোমা আরো থাকতে পারে৷ শুক্রবার যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস একটি প্রেস কনফারেন্স করে৷ সেখানে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল জেফ সেশন্স, এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে ও আইন-শৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা৷ তাঁরা তড়িৎ ব্যবস্থা নিয়ে এসব পার্সেল পাঠানো ব্যক্তিকে গ্রেফতার করার জন্য ফেডারেল, রাজ্য ও স্থানীয় আইনপ্রয়োগকারী ও তদন্তকারী সংস্থাগুলোকে ধন্যবাদ জানান৷

তাঁরা জানান যে, ঐ ব্যক্তির বিরুদ্ধে অন্তত পাঁচটি মামলা হবে এবং তার ৪৮ বছরের সাজা হতে পারে৷

এর আগে ফ্লোরিডার প্লানটেশন থেকে ঐ ব্যক্তিকে গ্রেফতার করেন মার্কিন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা৷ ডিএনএ ও একটি আঙুলের ছাপ থেকে ঐ ব্যক্তিকে শনাক্ত করা হয় বলে জানা গেছে৷

কর্তৃপক্ষ জানায়, ঐ ব্যক্তির বয়স ৫৬ বছর এবং তার অপরাধের খতিয়ান আগে থেকেই অনেক লম্বা৷ এছাড়া ঐ ব্যক্তির একটি সাদা ভ্যানও জব্দ করা হয়৷

ধারণা করা হচ্ছে, বোমা পাঠানোর টার্গেট লিস্ট আরো লম্বা৷ এখন পর্যন্ত যাঁদের পাঠানো হয়েছে তাঁরা নিউ ইয়র্ক, ডেলাওয়্যার, ওয়াশিংটন ডিসি থেকে শুরু করে ফ্লোরিডা ও ক্যালফোর্নিয়া পর্যন্ত অবস্থান করছেন৷ ম্যানিলা খামে করে ট্রাম্প সমালোচকদের ধরে ধরে এই পার্সেল বোমা পাঠানো হচ্ছে৷

ঐ ব্যক্তি গ্রেফতারের পর হোয়াইট হাউস থেকে খুব ছোট্ট একটা বিবৃতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ বলেছেন, আইন-শৃঙ্খলা বাহিনী ‘অবিশ্বাস্য কাজ' করেছে৷

‘‘এ ধরনের ভয়ভীতি দেখানো জঘন্য কাজ এবং এ দেশে এর কোনো ঠাঁই নেই৷'' তিনি আরো বলেন, এ ধরনের কাজের জন্য যে-ই দায়ী তার বিচার হবে৷

পরে তিনি একটি প্রচারণায় অংশ নিয়ে মিডিয়াকে অভিযোগ করে বলেন যে, একজনের এমন কর্মকাণ্ডের জন্য তাঁর বিরুদ্ধে রাজনৈতিক ফায়দা হাসিল করা ঠিক হবে না৷

Trump says bomb suspect to be prosecuted fully

জেডএ/এসিবি (এএফপি, এপি, রয়টার্স)