1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কথা বলে ঘৃণার শিকার মুসলিম ছাত্র-ছাত্রীরা

১৫ ফেব্রুয়ারি ২০২১

আঙ্গেলা ম্যার্কেলের সিডিইউ দলের নেতা নর্বার্ট ব়্যোটিঙেনের সঙ্গে খোলামেলা কথা বলে জার্মানির ২৫ জন মুসলিম শিক্ষার্থী এখন মহাবিপদে৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ঘৃণার বন্যা বইছে তাদের বিরুদ্ধে৷

https://p.dw.com/p/3pNLK
ছবি: Avicenna-Studienwerk

৭ ফেব্রুয়ারি সিডিইউ নেতা নরবার্ট ব়্যোটিঙেনের সঙ্গে ভার্চুয়াল সাক্ষাতের জন্য খুব ভালো প্রস্তুতি নিয়েছিলেন নাদা ক্নানি৷ জলবায়ু নীতি, ম্যার্কেল সরকারের শাসনামল, করোনা নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ- সব বিষয়েই নিজেদের মধ্যে আলোচনা করে বেশ কিছু প্রশ্ন ঠিক করে নিয়েছিলেন তারা৷ কিন্তু নাদা ক্নানিসহ আভিসেনা স্টুডিয়েনভের্কের বৃত্তি পাওয়া ২৫ শিক্ষার্থী এখন ভয়াবহ ‘ইসলামোফোবিয়া’র শিকার৷ সফল এক ভার্চুয়াল সভার পর নরবার্ট ব়্যোটিঙেন ওই ২৫ শিক্ষার্থীর ছবি শেয়ার করেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে৷ সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় মুসলিমদের প্রতি ঘৃণা ছড়ানো৷

২২ বছর বয়সি নাদা ক্নানি অবশ্য জানতেন, এই ঘৃণার বন্যা একবার শুরু হলে আর থামবে না৷ তা-ই হয়েছে৷ ম্যার্কেলের দলের নেতাকে বিষয়টি জানানোর পর পরিস্থিতি সামাল দিতে তিনি ঝটপট সোশাল মিডিয়ায় নিজের ওয়াল থেকে সরিয়ে নিয়েছিলেন ছবিটি, কিন্তু ‘হেটস্পিচ’ তবু থামেনি৷ ছবি ডিলিট করে নরবার্ট ব়্যোটিঙ্গেন সুন্দর আলোচনার জন্য মুসলিম শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘‘শুধু ওদের বিশ্বাসের কারণে তরুণ শিক্ষার্থীদের বিরুদ্ধে যে পরিমাণ ঘৃণা ছড়ানো হচ্ছে তা অবিশ্বাস্য৷’’

অবশ্য নাদা ক্নানি এ ঘটনায় অবাক নন৷ তার মতে, যারা ঘৃণা ছড়াচ্ছে তাদের কাছে, ‘‘লেখাপড়া ঠিকভাবে করার জন্য, ক্যারিয়ারটা গড়ে তোলার জন্য আপনি যত কাজই করুন না কেন, সেটা কোনো ব্যাপার নয়৷ সব কিছুর পরও আপনাকে শুধু একজন মুসলিম নারীই ভাবা হবে৷ আপনি শুধু একজন হেডস্কার্ফ পরা নারী, আর কিছু নন৷’’

জার্মানির অর্ধেক মানুষই এমন?

বের্টেলসমান স্টিফটুঙের প্রধান ইয়েসমিন এল-মেনুর বললেন, দেখে যাদের মুসলিম হিসেবে চেনা যায়, জার্মানিতে তাদের ঘৃণার শিকার হওয়া এখন খুব স্বাভাবিক ঘটনা৷ রিলিজিয়াস মনিটর-এর করা সাম্প্রতিক এক সমীক্ষার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘‘গত দশ বছরে অর্ধেক মানুষের মধ্যে ইসলাম সম্পর্কে সন্দেহ শেকড় গেড়েছে৷’’ তার মতে, মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোয় সবচেয়ে বড় ভূমিকা রাখে অন্তর্জাল দুনিয়া, ‘‘এ বিষয়ে ইন্টারনেট যে বড় ভূমিকা রাখে, তা নিঃসন্দেহে বলা যায়৷ সামাজিক মত বিনিময়ের সাধারণ নিয়ম কার্যকর নয় বলে এমন হয় সেখানে৷’’

পেটার হিলে/এসিবি

২০১৮ সালের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান