1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলকাতার সৌন্দর্যায়ন প্রকল্পের উদ্বোধন করলেন মমতা

২ আগস্ট ২০১১

কলকাতা শহরকে লন্ডনের মতো সুন্দর করে তুলবেন, ক্ষমতায় আসার আগে বলেছিলেন৷ মঙ্গলবার তারই পাইলট প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

https://p.dw.com/p/129Xn
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ছবি: Prabhakar Mani Tewari

হুগলি নদীর তীরে এক কিলোমিটার এলাকা সৌন্দর্যায়নের পাইলট প্রোজেক্টের উদ্বোধন হল কলকাতার মিলেনিয়াম পার্কে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং কলকাতার ব্রিটিশ ডেপুটি হাই কমিশনারের উপস্থিতিতে এই প্রকল্প শুরু করল সেই কাজ, যে উচ্চাকাঙ্খী পরিকল্পনা এক সময় বিরোধী রাজনীতিকদের বিদ্রুপের লক্ষ্য হয়েছিল৷ অর্থাৎ কলকাতাকে লন্ডনের মতো সুন্দর করে তোলার ইচ্ছে৷ মুখ্যমন্ত্রী এদিন বললেন, ওই সব ব্যঙ্গ বিদ্রুপই তার জেদ আরও বাড়িয়ে দিয়েছিল৷

ভারতীয় রেলের যে কারিগরি ও আর্থিক দপ্তর রয়েছে, সেই রেল ইন্ডিয়া টেকনিকাল অ্যান্ড ইকনমিক সার্ভিস, সংক্ষেপে রাইটস যুক্ত হয়েছে এই সৌন্দর্যায়ন প্রকল্পের সঙ্গে৷ রাইটসের প্রোজেক্ট কোঅর্ডিনেটর ডি সি মিত্র তাঁর ভাষণে জানালেন, কী ভাবে তাঁরা এই পাইলট প্রজেক্টের কথা ভেবেছেন৷

তবে মুখ্যমন্ত্রী মমতা এও স্বীকার করেছেন, বিত্তবান লন্ডন শহরের সঙ্গে পাল্লা দেওয়া কলকাতার পক্ষে সম্ভব নয়৷ তবে সবাই সাহায্য করলে স্বপ্নও সত্যি হতে পারে৷

কাজ সারতে হবে দ্রুত৷ যাতে বাকি সৌন্দর্যায়নের কাজও শুরু করে দেওয়া যায়৷ অনেক সময় নষ্ট হয়েছে, আর নয়৷ বলেছেন নতুন বাংলার রূপকার মমতা বন্দ্যোপাধ্যায়৷

প্রতিবেদন: শীর্ষ বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য