1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাবুলে বিস্ফোরণে ৪৮ জনের মৃত্যু

১৬ আগস্ট ২০১৮

আফগানিস্তানের রাজধানী কাবুলের শিয়া অধ্যুষিত এলাকায় আত্মঘাতী হামলায় অন্তত ৪৮ জন নিহত হয়েছেন৷ নিহতদের অধিকাংশই শিক্ষার্থী৷

https://p.dw.com/p/33FN1
ছবি: picture alliance/AP Photo/M. Hossaini

সাম্প্রতিক সময়ে একের পর এক হামলায় কয়েকশ' সাধারণ মানুষ, সৈন্য ও পুলিশ নিহতের ধারাবাহিকতায় আত্মঘাতী বিস্ফোরণে প্রাণহানির এ ঘটনা ঘটল

কাবুলের পশ্চিমাঞ্চলে একটি শিক্ষা প্রতিষ্ঠানে এ হামলা হয়, যাতে তাঁবু টাঙিয়ে তৈরি করা একটি শ্রেণিকক্ষ উড়ে যায়৷ সেখানে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতির ক্লাস করছিলেন শিক্ষার্থীরা৷ কয়েক সপ্তাহ ধরে তুলনামূলক শান্ত কাবুল এই বিস্ফোরণে কেঁপে ওঠে৷ এতে অন্তত ৬৭ জন শিক্ষার্থী আহত হয়েছেন, যাদের মধ্যে ছাত্র-ছাত্রীও রয়েছেন৷

ঘটনার প্রত্যক্ষদর্শী সৈয়দ আলী বলেন, সেখানকার অধিকাংশ ছেলেই মারা গেছে৷

‘‘এটা ভয়াবহ দৃশ্য৷ অনেক শিক্ষার্থীর দেহ খণ্ড-বিখণ্ড হয়ে যায়৷''

সিটি হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, নিহতদের অনেকের দেহ ঝলসে গেছে৷

স্বজনদের খোঁজে ওই হাসপাতালে ভিড় করেছেন অনেকে৷ ইসতেকলাল হাসপাতালের বাইরে অপেক্ষার সময় তাঁদের একজন আব্দুল খালিক বলেন, ‘‘আমার ভাই এখানে পড়ছিল৷ সে মারা গেছে৷ আমি তার লাশ নিতে এসেছি৷'

তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার না করলেও হামলার ধরন আইএসের হামলার কথা স্মরণ করিয়ে দিচ্ছে৷ সাম্প্রতিক বছরগুলোতে শিয়া মতাবলম্বীদের লক্ষ্য করে অনেক হামলা চালায় তারা৷

হামলায় নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করে বিবৃতি দিয়েছে তালিবান৷

গজনি শহরের নিয়ন্ত্রণ নিতে কয়েক দিন ধরে তালিবান ও সরকারি বাহিনীর তুমুল লড়াইয়ের মধ্যে কাবুলে এ হামলা হলো৷ অক্টোবরের পার্লামেন্ট নির্বাচনের আগে এসব হামলা আফগানিস্তানে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিকেই তুলে ধরছে৷

এর আগে বুধবার উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশে একটি নিরাপত্তা ঘাঁটিতে হামলায় অন্তত নয় পুলিশ ও ৩৫ সেনা সদস্য নিহত হন বলে স্থানীয় কর্মকর্তারা জানান৷ তার আগেও দেশজুড়ে ধারাবাহিক হামলায় নিরাপত্তা বাহিনীর অনেক সদস্যের মৃত্যু হয়

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন গজনিতে লড়াইয়ে দেড়শ'র মতো মানুষের প্রাণহানির তথ্য জানিয়ে সেখানে লড়াই বন্ধের আহ্বান জানিয়েছে৷ পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া এই শহরের সরকারি হাসপাতালগুলো আহতদের সামলাতে হিমশিম খাচ্ছে৷

দেশটিতে জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা টাডামিচি ইয়ামামোটো এক বিবৃতিতে বলেন, ‘‘গজনিতে যুদ্ধের কারণে সৃষ্ট চরম মানবিক সংকট আফগানিস্তানে দ্রুত যুদ্ধ বন্ধের প্রয়োজনীয়তাকে স্পষ্ট করে তুলছে৷''

এএইচ/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য