1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কারামুক্ত কার্টুনিস্ট কিশোর

৪ মার্চ ২০২১

দীর্ঘ দশ মাস ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেলেন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর৷

https://p.dw.com/p/3qBZF
এই গাড়িতে করে বের হন কিশোরছবি: bdnews24.com

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর সোয়া ১২টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে কিশোরকে মুক্তি দেওয়া হয় বলে জানান জেল সুপার আবদুল জলিল৷ তিনি বলেন, ‘‘জামিনের কাগজপত্র আমরা সাড়ে ৯টার দিকে পেয়েছি৷ সেগুলো যাচাই-বাছাই শেষে কিশোরকে মুক্তি দেওয়া হয়েছে৷’’

কিশোরের মুক্তির সময় কারাগারের বাইরে অপেক্ষায় ছিলেন তার কয়েকজন আত্মীয় ও বন্ধু৷ কারাফটক থেকে বেরিয়ে আসার পর বেলা সাড়ে ১২টার দিকে একটি সাদা রঙের গাড়িতে করে তিনি চলে যান৷ এসময় কারাগারের বাইরে থাকা সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তিনি৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য