1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কুয়েতে গ্রেপ্তার বাংলাদেশের সাংসদ রিমান্ডে

৯ জুন ২০২০

কুয়েতে আটক বাংলাদেশের সাংসদ শহিদ ইসলাম পাপুলকে রিমান্ডে নিয়ে সোমবার দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা৷

https://p.dw.com/p/3dUAy
কুয়েত সিটিছবি: Imago Images

এদিকে, সাংসদ আটকের কারণ ও তাঁর অবস্থান সম্পর্কে জানতে চেয়ে কুয়েত সরকারকে চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম৷ সোমবার রাতে তিনি বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘এ সম্পর্কে জানতে চেয়ে আমরা কুয়েত সরকারের কাছে রোববারই চিঠি লিখেছি৷ এখন পর্যন্ত কোনো জবাব আসেনি৷’’

শনিবার রাতে মুশরেফ এলাকা থেকে লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সাংসদ পাপুলকে গ্রেপ্তার করা হয়৷

গালফ নিউজ বলছে, পাঁচ বাংলাদেশির স্বীকারোক্তির ভিত্তিতে পাপুলের বিরুদ্ধে মানবপাচার, অর্থপাচার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মীদের শোষণের অভিযোগ আনা হয়েছে৷

একসময় শ্রমিক হিসাবে কাজ করতে কুয়েত গিয়েছিলেন পাপুল৷ ২০১৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়ী হন তিনি৷ তাঁর স্ত্রী সেলিনা ইসলামও সংরক্ষিত আসনের একজন সাংসদ৷

জেডএইচ/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

গত নভেম্বরের ছবিঘরটি দেখুন...