1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জরুরি নির্গমন পথ ছিল বন্ধ

২৯ মার্চ ২০১৯

বনানীর এফআর টাওয়ারে জরুরি নির্গমন পথ বন্ধ ছিল৷ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন৷ তিনি বলেন, ‘‘এ কারণে উদ্ধার কাজেও সময় বেশি লেগেছে৷''

https://p.dw.com/p/3FrvS
Bangladesh Dhaka Hochaus-Brand
ছবি: picture-alliance/AP Photo/M.H. Opu

রাতভর অনুসন্ধান চালিয়ে বনানী বহুতল ভবনের অগ্নিকাণ্ডের উদ্ধার তৎপরতার সমাপ্তি ঘোষণা করা হয়েছে৷ এই ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে পুলিশ৷

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র মোশতাক আহমেদ সাংবাদিকদের জানান, ২৪ জনের মরদেহ তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে৷ একজনকে শনাক্ত করা যায়নি বলে বার্তা সংস্থা এপিকে জানান তিনি৷ বলেন, এখন পর্যন্ত স্বজনদের কাছ থেকে কারো নিখোঁজ থাকার তথ্য মেলেনি৷ তবে কেউ এমন দাবি করলে তাঁরা তা খতিয়ে দেখবেন৷ 

ফায়ার সার্ভিসের প্রধান সাজ্জাদ হোসন বলেন, ‘‘আমরা উদ্ধার অভিযান শেষ করে ভবনটি সকালেই মালিকের কাছে বুঝিয়ে দিয়েছি৷'' রাতে নতুন করে কোনো হতাহতের সন্ধান মেলেনি বলেও জানান তিনি৷  

বৃহস্পতিবার ঢাকার বনানীর ২২ তলা ভবন ফারুক রূপায়ন টাওয়ারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷ এতে ২৫ জনের প্রাণহাণির পাশাপাশি ৭০ জন আহত হয়েছেন৷ আহতদের বেশিরভাগকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে৷ ফায়ার সার্ভিস ও সশস্ত্র বাহিনীর সদস্যদের ছয় ঘণ্টার প্রচেষ্টায় সেখানকার আগুন নেভানো সম্ভব হয়৷

ভবনের নয়তলা থেকে আগুনের উৎপত্তি হয়েছিল বলে জানা গেছে৷ তিনটি তলা পুরোপুরি ভস্মিভূত হয়েছে৷ অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে শতাধিক মানুষ আটকা পড়েন৷ যাদের অনেকে বাঁচার জন্য জানালা দিয়ে লাফ দেন৷

জরুরি নির্গমন পথ ছিল বন্ধ

অগ্নিকাণ্ডের সময় ভবনটির জরুরি নির্গমন পথ বন্ধ ছিল৷ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বৃহস্পতিবার এই তথ্য জানান৷ তিনি বলেন, ‘‘এ কারণে উদ্ধার কাজেও সময় বেশি লেগেছে৷''

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এস এম রেজাউল করিম শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেন৷ এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘‘আমার কাছে মনে হয়েছে এটা তাদের গাফিলতির কারণে… দুর্ঘটনা নয়, এটা হত্যাকাণ্ড৷'' এর জন্য যেই দায়ী হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও আশ্বাস দেন তিনি৷ বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম মন্ত্রীকে উদ্ধৃত করে লিখেছে, ‘‘তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব৷ তিনি যত প্রভাবশালীই হোন, বৃত্তে, ক্ষমতায়, পদপদবিতে তিনি যেই হোননা কেন, কাউকে ছাড় দেওয়া হবে না৷ অতীতের মতো করে নয়, কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে৷''

মন্ত্রী জানান ভবনটির মালিক মূল নকশা মানেননি৷ ১৯৯৬ সালে ১৮ তলা ভবনের অনুমোদন নিয়ে ফারুক রূপায়ন টাওয়ারটি আরো চারটি তলা বাড়ানো হয়েছিল৷

গণপূর্তমন্ত্রী বলেন, ‘‘আমরা দেখেছি এফআর টাওয়ার নির্মাণে নকশায় গাফিলতি ছিল৷ রাজউকে এর নকশা অনুমোদনে কোনো নিয়মের ব্যতয় হয়েছে কিনা, তা আমরা খতিয়ে দেখব৷''

এফএস/জেডএইচ (ডিপিএ, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য