1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তামিম বললেন, নোংরামি এড়াতেই বিশ্বকাপ দলের বাইরে

২৭ সেপ্টেম্বর ২০২৩

বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল বলেন, ‘‘আমি কোনো সময়, কোনো মুহূর্তে, কাউকে বলি নাই যে আমি ৫টা ম্যাচের বেশি খেলতে পারবো না৷''

https://p.dw.com/p/4WrsS
তামিম ইকবাল
ছবি: MUNIR UZ ZAMAN/AFP/Getty Images

বুধবার (২৭ সেপ্টেম্বর) গত কয়েকদিনের পরিস্থিতি সম্পর্কে জানিয়ে তামিম ইকবাল তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এ কথা বলেন৷ 

তিনি আরো বলেন, ‘‘আমি নিশ্চিত কালকে নান্নু ভাই (নির্বাচক) এই কথাটা নিশ্চিত করেছে৷''

এই মিথ্যা ও ভুল তথ্য কিভাবে মিডিয়াকে বিশ্বাস করানো হয়েছে সে বিষয়ে বিস্ময় প্রকাশ করেন তিন ফর্ম্যাটেই সেঞ্চুরি করা বাংলাদেশের এই একমাত্র ব্যাটার৷ 

ইনজুরি থেকে ফিরে বিশ্বকাপের আগে নিজেকে পুরোপুরি ফিট করতে নিয়মিত ফিজিও ও ট্রেইনারের নির্দেশনায় অনুশীলন করে যাচ্ছিলেন তিনি৷ নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডেতে খেলা ৪৪ রানের ইনিংসটিও দিচ্ছিলো তামিমের ছন্দে ফেরার ইঙ্গিত৷ 

কিন্তু এর মাঝেই ফিটনেস ঘাটতির কারণ দেখিয়ে তামিমকে বিশ্বকাপের জন্য ঘোষণা করা ১৫ জনের স্কোয়াডে রাখেননি নির্বাচকরা৷ 

ফিটনেস প্রসঙ্গে তামিম বলেন,

‘‘৪৪ রানের ইনিংসের পর আমি একটু ব্যথা অনুভব করেছি খেলার শেষে৷ আসলে প্রথম ম্যাচেও আমি একটু ব্যথা অনুভব করেছি৷ যখন খেলা শেষ হলো তখন আমি আমার অবস্থা বললাম ফিজিওকে৷  ঠিক ওই সময়ে তিনজন নির্বাচক ড্রেসিংরুমে আসেন৷''

‘‘একটা জিনিস আপনাদের আমি পরিষ্কার করে দিতে চাই, আমি কখনো কাউকে বলিনি পাঁচটা ম্যাচের বেশি খেলবো না৷ এই কথাটা কোনো সময় হয়নি৷ কাল নান্নু ভাইও এই কথা নিশ্চিত করেছে৷ আমি জানি না এটা কীভাবে মিডিয়াকে ফিড করা হয়েছে৷‘'

‘‘আমি নান্নু ভাইকে বলেছিলাম, দেখেন আমার শরীর এরকমই থাকবে৷ আপনারা যখন দল নির্বাচন করবেন এই জিনিসগুলো মাথায় রেখে দল নির্বচন করবেন৷''

‘‘সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথটা ফিজিওর রিপোর্টে কি ছিল৷ ফিজিওর রিপোর্ট একদম যেটা ছিল বলি৷ কেউ চ্যালেঞ্জ করতে চাইলে মোস্ট ওয়েলকাম৷ ফিজিওর রিপোর্টে বলা হয়েছে, প্রথম ম্যাচের পর এমন ব্যথা হয়েছে, দ্বিতীয় ম্যাচের পর এমন ব্যথা হয়েছে৷ আজকের দিনের হিসেবে সে ২৬ তারিখের ম্যাচের জন্য এভেইলেবল৷ কিন্তু মেডিকেল বিভাগ মনে করে, যদি আমি বিশ্রাম নেই, ২৭ তারিখ আমাদের ভ্রমণ ছিল৷ ২৯ তারিখ আমাদের একটা অনুশীলন ম্যাচ৷ ২ তারিখে আরেকটা৷ আমি যদি দ্বিতীয় অনুশীলন ম্যাচ খেলি প্রথম ম্যাচের আগে, তাহলে পর্যাপ্ত সময় পাবো৷ তাহলে আমার দুই সপ্তাহের পুনর্বাসন হয়ে যাবে, সব মিলিয়ে দশ সপ্তাহর হয়ে যাবে৷ এটাই রিপোর্টে আছে৷''

তামিম আরো বলেন, ‘‘পাঁচ ম্যাচ, দুই ম্যাচ কোন জায়গায় ছিল না৷ আমার শরীরে ব্যথা ছিল সেটা আমি অস্বীকার করছি না৷ সংবাদ সম্মেলনেও বলেছি৷ আমি ইনজুরড হইনি, ব্যথা থাকতে পারে৷''

‘‘এক-দুদিন পরে বোর্ডের সর্বোচ্চ পর্যায় থেকে একজন ফোন করলেন৷ তিনি বেশ সম্পৃক্ত আমাদের ক্রিকেটের সঙ্গে৷ উনি আমাকে ফোন করে বললেন, ‘তুমি তো বিশ্বকাপে যাবে৷ তোমাকে তো ম্যানেজ করে খেলাতে হবে৷ তুমি এক কাজ করো, তুমি প্রথম ম্যাচ খেলো না৷ আফগানিস্তানের সঙ্গে৷' বললাম, ভাই, এটা তো এখনো ১২-১৩ দিনের পরের কথা৷ ১২-১৩ দিনের পর তো আমি ভালো অবস্থায় থাকবো৷ তারপর বললো, ‘তুমি যদি খেলো আমরা এরকম একটা পরিকল্পনা করছি, আলোচনা করছি তোমাকে আমরা নীচে ব্যাটিং করাবো৷''

‘‘স্বাভাবিকভাবে বুঝতে হবে, আমি কোন মানসিকতা থেকে এসেছি৷ আমাকে যদি হুট করে এসব ধরনের কথা বলা হয় আমার পক্ষে নেওয়া আসলে সম্ভব না৷ আমি ১৭ বছর ধরে এক পজিশনে ব্যাট করেছি৷ আমি জীবনে কোনোদিন তিন-চারে ব্যাটিং করিনি৷ আমি যদি তিন-চারে ব্যাট করতাম, তাহলে মানিয়ে নেওয়ার মতো ছিল৷ আমার এরকম কোনো অভিজ্ঞতা নেই৷ আমি এটা ভালোভাবে নেইনি৷ আমি উত্তেজিত হয়ে গিয়েছিলাম৷ আমি এটা পছন্দ করিনি৷ আমি মনে করেছি আমাকে জোর করে করে বাধা দেওয়া হয়েছে৷ আমি তখন, বলেছি, ‘দেখেন, আপনারা একটা কাজ করেন, আপনাদের এরকম চিন্তাধারা থাকলে আমাকে পাঠিয়েন না৷ আমি নোংরামির মধ্যে থাকতে চাই না''

‘‘তারপর এই ব্যক্তির সঙ্গে আমার অনেক কথাবার্তা হয়, যেটা আমার মনে হয় না এই প্ল্যাটফর্মে বলা উচিত৷ এটা আমার আর তারমধ্যেই থাক৷ এরপর এই জিনিসটাই আমি শক্তভাবে বলেছি, যদি এমন জিনিসই হয় আমাকে দলে রাইখেন না, আমি এই নোংরামির মধ্যে থাকতে চাই না৷ এসব আমি মানতে পারবো না৷

গত ৭-৮ মাস ধরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তামিমের জন্য একের পর এক প্রতিকূল পরিস্থতি তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেন বাংলাদেশের অনেক জয়ের এই নায়ক৷  

ভিডিওবার্তার শেষ দিকে বাঁ হাতি ওপেনার তামিম ইকবাল বলেন, ওভারঅল আমার যেটা মনে হয়েছে, আমি জানি না এটা ঠিক বলছি কি-না, মিডিয়াকে এই সব ফিড করা... অনেকেরই অভ্যাস আছে একটা বড় জিনিস ঢাকার জন্য আরেকটা নিউজ ফিড করানো, যে সে পাঁচ ম্যাচ খেলবে তাকে কীভাবে সিলেক্ট করবো৷ যেটা আমি বললাম, এটা সম্পূর্ণ মিথ্যা৷ ওইদিন ৩ সিলেক্টর ছিল, ফিজিও ছিল, ট্রেইনার ছিল, আমি কী বলেছি আপনাদের কাছেই ক্লিয়ার করেছি৷''

বিসিবির কথা বলার ধরন কার্যত তার ২০২৩ বিশ্বকাপ খেলার আগ্রহ কিছুটা কমিয়ে দিয়েছে এমন ইঙ্গিতও দিয়েছেন তিনি, ‘‘সবমিলিয়ে আমার মনে হয়েছে, যদি আপনি আমাকে চান তাহলে আপনি চাইবেন আমি মানসিকভাবে মুক্ত থাকি৷ কারণ, আমি ৩/৪ মাস বাজে মাস কাটিয়ে এসেছি৷ এসে এখানে নতুন নতুন জিনিস বলা৷ আমি এটাই বলি, যদি এই জিনিসটা আমাকে ভিন্নভাবে বলা হতো হয়তো আমি অন্যভাবে রিয়্যাক্ট করতাম, হয়তো মেনে নিতাম৷ কিন্তু হঠাৎ করে আপনাকে ফোন করে কেউ যদি বলে, আপনি খেইলেন না, খেললেও আপনাকে নীচে খেলতে হবে.... তাই আমি সন্দিহান তারা কতটুকু সত্যি বলেছে৷''

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ঘোষণা করে বিশ্বকাপ স্কোয়াডে ফিটনেস ঘাটতির কারণে জায়গা হয়নি তামিম ইকবালের

এর আগে জানা যায়, পুরো ফিটনেস না থাকার পরও তামিম দলে থাকলে অধিনায়কত্বই করবেন না বলে জানিয়েছেন সাকিব৷ 

এসএইচ/এসিবি (দ্য ডেইলি স্টার) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য