1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তামিম বললেন, রাজনীতিতে কোনোদিন আসবেন না

২ অক্টোবর ২০২০

ভবিষ্যতে রাজনীতিতে আসার একটুও আগ্রহ নেই বলে জানিয়ে দিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল৷ সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফ্যান গ্রুপে' খেলোয়াড়দের নিয়ে কাদা ছোঁড়াছুড়িকে আপত্তিকর বলে উল্লেখ করেন তিনি৷

https://p.dw.com/p/3jMW5
ভবিষ্যতে রাজনীতিতে আসার একটুও আগ্রহ নেই বলে জানিয়ে দিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল৷ সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফ্যান গ্রুপে' খেলোয়াড়দের নিয়ে কাদা ছোঁড়াছুড়িকে আপত্তিকর বলে উল্লেখ করেন তিনি৷
ছবি: DW

ডয়চে ভেলের ইউটিউব টক শো ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’-এ যোগ দিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন তারকা ক্রিকেটার৷ মাশরাফী বিন মোর্ত্তজা অবসর নেয়ার পর গত মার্চে উত্তরসূরি হিসেবে তামিম ইকবালকে ওয়ানডে অধিনায়ক নির্বাচিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)৷  তারপর থেকে আর মাঠে নামার সুযোগ হয়নি বাংলাদেশের৷ অধিনায়ক হলেও জীবনযাত্রা বা সতীর্থদের সঙ্গে সম্পর্কে কোনো পরিবর্তন আসেনি বলে জানান তামিম৷ বলেন, অধিনায়ক হবেন এমন ইচ্ছা তার কখনোই ছিল না৷ তবে নতুন দায়িত্বে নিজের সেরাটাই দেয়ার চেষ্টা করবেন বলে জানান ২২ গজে বাংলাদেশের নির্ভরযোগ্য ওপেনার৷

শ্রীলঙ্কায় বাংলাদেশের সফর বাতিল হয়ে যাওয়ায় তামিমের নতুন ইনিংশ শুরুর অপেক্ষা আরো দীর্ঘায়িত হয়েছে৷ তবে এক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলেই মনে করেন তিনি৷ আগামী বছর দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেই এখন চোখ তার৷ এজন্য ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের বিভিন্ন দলে ভাগ করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলানোর কথা চিন্তা করছে৷ ‘‘সেগুলো সফলভাবে করতে পারলে আমরা সব ফর্ম্যাটে প্রস্তুত থাকবো,'' বলেন আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ সেঞ্চুরির মালিক তামিম৷

ক্রিকেট নিয়ে মানুষের আগ্রহ বা খেলোয়াড় বাছাই নিয়ে সবার মন্তব্যকে কিভাবে দেখেন- এমন প্রশ্ন ছিল ২০৭ টি ওয়ানডে খেলা ওপেনারের কাছে৷ তামিম বিষয়টিকে দেখেন স্বাভাবিকভাবেই৷ তার মতে, সবকিছুতে মতামত দেয়াটা বাংলাদেশের মানুষের আবেগেরই অংশ৷ তবে তার আপত্তি খেলোয়াড়দের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন ফ্যান পেইজগুলোতে কাদা ছোঁড়াছুড়ি নিয়ে৷ তিনি বলেন, ‘‘আমার যেটা নিয়ে আপত্তি তা হলো গ্রুপ-ইজম৷ সোশ্যাল মিডিয়াগুলোতে তামিমিয়ান, সাকিবিয়ান, মাশরাফিয়ান, মুশফিকিয়ান, রিয়াদিয়ান- এই গ্রুপগুলো নিজেদের গ্রুপকে ভালো দেখানোর জন্য আরেকজনকে আক্রমণ করে, যেটা ভালো না৷ গ্রুপ থাকা ভালো কথা৷ আপনারা ইনডিভিজুয়েলের ফ্যান৷ একটা জিনিস ভুলে যাবেন না, সবাই একটা দলের জন্য খেলে৷ আমার গ্রুপের মানুষজন যদি আমার কলিগকে ছোট করে তাহলে সেটা ফেয়ার হলো না৷ গ্রুপইজম নিয়ে আমার সমস্যা আছে৷ মানুষের মতামত নিয়ে কোনো সমস্যা নেই৷’’

ভবিষ্যতে রাজনীতি নিয়ে তার ভাবনা নিয়েও প্রশ্ন ছিল তামিমের কাছে৷ তবে পূর্বসূরি মাশরাফীর মতো রাজনীতিবিদ হওয়ার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিয়েছেন তিনি৷ বলেন রাজনীতির মধ্যে তিনি কোনোভাবেই থাকতে চান না৷  ‘‘রাজনীতি নিয়ে আমার কোনো এক ফোঁটা ইচ্ছাও নেই৷ আমি মনে করি দ্যাট ইজ নট মাই কাপ অফ টি,’’ সরাসরিই বলেছেন তামিম৷

প্রায় এক ঘণ্টার এই আলোচনায় খেলোয়াড়দের নিজেদের মধ্যে সম্পর্ক, বিভিন্ন খেলোয়াড়ের মূল্যায়নসহ উঠে এসেছে ব্যক্তি তামিমের অনেক না জানা কথাও৷

এফএস/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান