1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পটুয়াখালীতে করোনায় পোশাক শ্রমিকের মৃত্যু

৯ এপ্রিল ২০২০

তিনি নারায়ণগঞ্জে একটি পোশাক কারখানায় কাজ করতেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ৷ পটুয়াখালীতে এটিই করোনা ভাইরাসে প্রথম মৃত্যু৷ ঐ শ্রমিকে বাড়িতে তার বাবা, সন্তানসম্ভবা স্ত্রী ও এক ছেলে রয়েছে৷

https://p.dw.com/p/3aijF
ছবি: Reuters/D. Ruvic

বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে জেলা প্রশাসনের নির্দেশে মৃতের বাড়ির আশেপাশের অন্তত ৩০টি বাড়ি লকডাউন করা হয়েছে৷ এছাড়া তার সংস্পর্শে আশা ওই এলাকার প্রায় দেড়শ মানুষের একটি তালিকা করা হচ্ছে

পটুয়াখালী সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গির আলমকে উদ্ধৃত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, গত ৭ এপ্রিল শ্রমিকের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ঢাকা থেকে খবর আসে তার নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস ধরা পড়েছে। তবে এর আগে দুপুরেই তিনি মারা যান।

দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা শংঙ্কর কুমার বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৫ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে জ্বর নিয়ে তার গ্রামে ফেরেন এই যুবক। খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের কর্মীরা গিয়ে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠায়। বৃহস্পতিবার দুপুরে গুরুতর অসুস্থ হয়ে মারা যান তিনি।

এডিকে/এফএস (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য